সাসপেন্ড হতেই আরাবুল ও পুত্রের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, রুজু মামলা

কলকাতা: দলবিরোধী কাজের অভিযোগে শুক্রবারই তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে৷ এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের বিতর্কের শিরোনামে আরাবুল ইসলাম৷ খুনের চেষ্টার অভিযোগে…

police complaint against arabul and his son

কলকাতা: দলবিরোধী কাজের অভিযোগে শুক্রবারই তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে৷ এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের বিতর্কের শিরোনামে আরাবুল ইসলাম৷ খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে৷ পাশাপাশি একই অভিযোগ আনা হয়েছে তাঁর ছেলে-সহ আরও আটজনের বিরুদ্ধে৷ (police complaint against arabul and his son)

থানায় অভিযোগ police complaint against arabul and his son

প্রাণনাশের চেষ্টার অভিযোগে আরাবুল ও তাঁর পুত্র তথা জেলা পরিষদের সদস্য হাকিমুল ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন তৃণমূলেরই নেতারা। বিজয়গঞ্জ থানায় তাঁদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন ভাঙড়-১ ব্লকের বন এবং ভূমি কর্মাধ্যক্ষ আহছান মোল্লা। 

   

বৃহস্পতিবার তৃণমূলেরই একাংশের সঙ্গে বচসায় জড়ান আরাবুল ও তাঁর অনুগামীরা। আহছানের অভিযোগ, ভাঙড়-২ বিডিও অফিসে জমি রেজিস্ট্রি সংক্রান্ত কাজে গিয়েছিলেন তিনি৷ আরাবুল এবং হাকিমুলের মদতে সেখানে তাঁর উপর হামলা চালানো হয়। এই হামলায় তাঁর প্রাণ যেতে পারত বলেও অভিযোগ।

আরাবুল-পুত্রের পাল্টা অভিযোগ police complaint against arabul and his son

আরাবুল-পুত্রের পাল্টা অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়া সত্ত্বেও ঘর দেওয়া হয়নি তাঁর বাবাকে। ভাঙড়-১ ব্লক থেকে বহিরাগতরা এসে তাঁর বাবাকে কটুকথা বলে গিয়েছে। হাকিমুলের অভিযোগ, ‘‘বাইরে থেকে এসে এখানে অশান্তি পাকানোর চেষ্টা করছে ওরা। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।’’