নাম না করে সন্দেশখালির শেহ শাহজাহানকে তিব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ বুধবার বারাসতে ‘নারীশক্তি সম্মান’ সভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।
শিয়রে লোকসভা ভোট। আর আসন্ন এই লোকসভা ভোটে মহিলা ভোটকে পাখির চোখ করে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ‘বাংলার নারীশক্তি দেশকে দিশা দেখিয়েছি। কিন্তু মহিলাদের প্রতি তৃণমূল সরকার ঘোর পাপ করেছে। তৃণমূল মা-বোনেদের প্রতি অত্যাচার অবিচার করেছে। অত্যাচারী নেতাদের ওপরেই ভরসা রাখে তৃণমূল। কিন্তু সন্দেশখালি দেখিয়েছে নারী শক্তির জোর কাকে বলে। তৃণমূল সরকার বাংলার মা-বোনেদের সুরক্ষা দিতে পারে না। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে ফাঁসির সাজা এনেছি। গোটা বাংলায় সন্দেশখালির ঝড় উঠবে। তৃণমূলের মাফিয়া রাজ ভাঙতে মহিলারা রাস্তায় নেমেছেন।’