বিদ্যুতের বিল শূন্য করে দেব, বিরাট প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

বাংলায় ভোটপ্রচারে এসে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অশোকনগরের জনসভা থেকে তিনি জানান, এবার থেকে আর বিদ্যুতের বিল দিতে হবে না। কেন্দ্রীয়…

pm-narendra-modi-assures-mothers-and-sisters-of-reducing-their-electricity-bill-to-zero

বাংলায় ভোটপ্রচারে এসে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অশোকনগরের জনসভা থেকে তিনি জানান, এবার থেকে আর বিদ্যুতের বিল দিতে হবে না। কেন্দ্রীয় সরকার সোলার প্যানেল বসানোয় জোর দিচ্ছে। এজন্য আর্থিক সাহায্যও করবে কেন্দ্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আগামী দিনে বিদ্যুৎ বিল শূন্য করে দেওয়া হবে। এজন্য বিশেষ প্রকল্পও চালু করা হয়েছে। সেই প্রকল্পে আবেদন করলে বাড়িতে সোলার প্যানেল বসানোর জন্য ৭৫ হাজার টাকা দেওয়া হবে।

   

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের কথা সর্বপ্রথম জানান। এরপর তা স্থান পায় এবারের বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই রুফটপ সোলার স্কিমের কথা উল্লেখ করেন বাজেটে।

Narendra Modi: ‘লুট হওয়া টাকা ফেরত দেব’, বাংলা থেকে বড় ঘোষণা মোদীর

মোদী চলতি বছর ১৩ ফেব্রুয়ারি ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা’-র কথা ঘোষণা করেন। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে খরচ করছে ৭৫,০০০ কোটি টাকা। এই সোলার স্কিমের আওতায় ১ কোটি বাড়িকে নিয়ে আসার পরিকল্পনা করেছে মোদী সরকার। সোলার প্যানেল বসালে বিদ্যুতের বিলও কম আসবে।

‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা’র আওতায় সারা দেশে এক কোটি বাড়িতে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। যারা ঘরে সৌর বিদ্যুৎ প্যানেল বসাবেন, তাঁদের আর্থিকভাবে সাহায্যও করা হবে।

৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকির পাশাপাশি সোলার প্যানেল বসানোর জন্য সহজ শর্তে ব্যাঙ্ক লোনও পাবেন আগ্রহীরা।

দেশের মধ্যে সেরা ফল দেবে বাংলা: মোদী

সোলার প্যানেল লাগালে দিনে আনুমানিক ১২.৯৬ টাকা বিদ্যুতের বিলে বাঁচতে পারে। অর্থাৎ, মাসে প্রায় ৪০০ টাকা সাশ্রয় হবে। ২ কিলোওয়াট পর্যন্ত সোলার প্যানেলের জন্য পরিবার প্রতি কিলোওয়াটে ৩০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াট পর্যন্ত প্যানেলের জন্য প্রতি কিলোওয়াটে ১৮ হাজার টাকা ভর্তুকি পাওয়া যেতে পারে।