Pm Modi: বাংলায় এসে প্রচারে যা এতদিন করেননি, চমক দিতে এবার সেটাই করবেন প্রধীনমন্ত্রী মোদী

ভোটের প্রচারে একাধিকবার রাজ্যে আসছেন প্রধীনমন্ত্রী। তবে একটিও রোড-শো করেননি। এবার সেটাই করবেন। কলকাতায় হতে চলেছে নরেন্দ্র মোদীর রোড-শো। সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার…

PM Modi will hold a road-show in North Kolkata on 28 May 2024, ২৮ মে প্রধানমন্ত্রী মোদীর রোড-শো হবে উত্তর কলকাতায়

ভোটের প্রচারে একাধিকবার রাজ্যে আসছেন প্রধীনমন্ত্রী। তবে একটিও রোড-শো করেননি। এবার সেটাই করবেন। কলকাতায় হতে চলেছে নরেন্দ্র মোদীর রোড-শো। সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার (২৮ মে) প্রধানমন্ত্রী মোদীর রোড-শো হবে উত্তর কলকাতা লোকসভা এলাকায়।

রাজ্য বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে আলোচনা সাপেক্ষে ওই দিন প্রায় চূড়ান্ত করে হয়েছে। মোদীর নিরাপত্তা-সহ অন্যান্য দিক খতিয়ে দেখেই ঠিক হয়েছে যাত্রাপথ। স্থির হয়েছে, আগামী মঙ্গলবার মোদীর রোড-শো শুরু হবে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে। যা শেষ হওয়ার কথা রয়েছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে।

   

তবে, কখন মোদীর রোড-শো শুরু হবে তা এখনও স্থির হয়নি বলেই খবর।

CM Mamata On OBC Certificate Canceled: হাইকোর্টের রায়ে বাতিল ওবিসি শংসাপত্র! চড়া সুর মমতার! কী বললেন?

জানা গিয়েছে, উত্তর কলকাতা লোকসভার অন্তর্গত বিবেকানন্দ রোডের সংযোগস্থলে বিধান সরণিতে স্বামীজির জন্মভিটে। সেখানেই স্বামীজির মূর্তিতে মালা দিয়ে শুরু হবে মোদীর রোড-শো। এর পরে বিধান সরণি দিয়েই মোদীর রোড-শো এগিয়ে যাবে শ্যামবাজারের দিকে। ডান দিকে হেদুয়া পার্ক, বাঁ-দিকে বেথুন কলেজ এবং স্কুলকে রেখে এগিয়ে যাবেন মোদী। হাতিবাগানে স্টার থিয়েটার, শ্যামবাজার ট্রাম ডিপো পাশ দিয়ে পৌঁছবেন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে।

এই পথের দূরত্ব প্রায় মোট পথ ২.২ কিলোমিটার। ওই পথ অতিক্রমে মোদীর কমপক্ষে দেড় ঘণ্টা সময় লাগবে।

রাজ্য বিজেপির তরফে মোদীর জন্য সুদৃশ্য রথের আয়োজন করা হয়েছে। থাকার কথা বাংলার দুই প্রধান নেতা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। থাকবেন কলকাতা উত্তর কেন্দ্রে বিজেপির প্রার্থী তাপস রায়।

OBC Certificate: ২০১০ সালের পর তৈরি সব ওবিসি শংসাপত্র বাতিল, বড় নির্দেশ হাইকোর্টের