বাংলায় ভোট প্রচারে এসে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। মোদী বললেন, “ভোট ব্যাঙ্ককে সন্তুষ্ট করতে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকনকে হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়”। পঞ্চম দফার লোকসভা ভোটের মুখে মোদীর মুখে এহেন অভিযোগ শুনে চমকে গিয়েছেন সকলে।
রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুলিয়ায় একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, “যে তৃণমূল সরকার নির্বাচনের সময় বাংলার মানুষকে ভয় দেখিয়েছিল এবং হুমকি দিয়েছিল, তারা এবার সমস্ত সীমা অতিক্রম করেছে। আজ দেশে এবং বিশ্বে ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ সেবা ও নৈতিকতার জন্য পরিচিত, কিন্তু আজ বাংলার মুখ্যমন্ত্রী প্রকাশ্যে তাদের হুমকি দিচ্ছেন, খোলা মঞ্চ থেকে সতর্ক করছেন।”
মোদী বলেন, ‘সারা বিশ্বে এই মিশনের সাথে যুক্ত লক্ষ লক্ষ অনুসারী রয়েছে এবং তাদের একমাত্র লক্ষ্য জনগণের সেবা করা। কিন্তু বাংলার সরকার তাঁর দিকে আঙুল তুলেছে এবং হুমকি দিচ্ছে। এত সাহস! শুধু তাদের ভোট ব্যাংককে খুশি করার জন্য।’
উল্লেখ্য, গতকাল শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘বহরমপুরে একজন মহারাজ আছেন; অনেকদিন ধরেই তার কথা শুনে আসছি। কার্তিক মহারাজ। তৃণমূলের কোনও এজেন্টকে ভোটে ঢুকতে দেবেন না বলে জানিয়েছেন তিনি। আমি তাকে সাধু মনে করি না কারণ তিনি সরাসরি রাজনীতির সাথে জড়িত। আমি ভারত সেবাশ্রম সংঘকে অনেক শ্রদ্ধা করতাম। এটি দীর্ঘদিন ধরে আমার সম্মানিত প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে।’