PM Modi: ৪ জুনের পরেই হবে অ্যাকশন, জানিয়ে দিলেন মোদী

সোমবার অর্থাৎ আগামীকাল দেশজুড়ে রয়েছে পঞ্চম দফার লোকসভা ভোট। ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তবে এরই মাঝে আজ রবিবার পুরুলিয়ায় গিয়ে চরম হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী…

india bloc doing mujra For its vote bank pm modi at bihar rally

সোমবার অর্থাৎ আগামীকাল দেশজুড়ে রয়েছে পঞ্চম দফার লোকসভা ভোট। ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তবে এরই মাঝে আজ রবিবার পুরুলিয়ায় গিয়ে চরম হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। সেইসঙ্গে ৪ জুনের পর দেখে নেওয়ার হুঙ্কারও দিলেন তিনি।

আজ পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে তৃণমূল (TMC) সরকার থেকে শুরু করে ইন্ডি জোটকে তিব্র ভাষায় আক্রমণ করেন মোদী। বলেন, ‘আমি আজ পুরুলিয়ায় ভোট চাইতে আসিনি, আশীর্বাদ চাইতে এসেছি। ইন্ডি জোটের সব তির শেষ হয়ে গিয়েছে। অনুপ্রবেশকারীদের মদত দেয় ইন্ডি (INDI Alliance) জোটের শরিকরা। সংবিধান ধ্বংস করতে চাইছে জোট। মামাটি মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল তৃণমূল। এখন মা মাটি মানুষকে ভক্ষন করতে তৃণমূল। তৃণমূলের প্রতি বাংলার মানুষের আস্থা চলে গেছে। সকলের অধিকার লুট করছে তৃণমূল।’

   

এদিন সন্দেশখালি থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গর্জে ওঠেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সন্দেশখালিতে পাপ করেছে তৃণমূল। তোলাবাজি চুরি এখন তৃণমূলের নীতি। সন্দেশখালির অপরাধীদের বাছাতে নিরীহ মহিলাদের সম্মানহানি করা হচ্ছে। শিক্ষায় চুরি করেছে তৃণমূল। তৃণমূল নেতাদের বাড়ি থেকে নোতের পাহাড় উদ্ধার হয়েছে। আমি নিচে চোখে কোনওদিন এত নোট দেখিনি। দুর্নীতিবাজদের জেলের বাইরে থাকতে দেবো না। শিক্ষক নিয়োগে দুর্নীতি করে তরুণদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে এই তৃণমূল সরকার। ৪ জুনের পর নতুন সরকার গঠনের পর কড়া পদক্ষেপ নেওয়া হবে। ৪ জুনের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে অভিযান জোরদার হবে। প্রতারিতদের টাকা ফেরতের ব্যবস্থা করবো, তার জন্য পরামর্শ নিচ্ছি।’