কলকাতা: রাজ্যে এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সফর নিশ্চিত ভাবেই ভিন্ন মাত্রা যোগ করেছে। ১৮ জুলাই (শুক্রবার) দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা অনুষ্ঠিত হবে (PM Modi Durgapur Rally)। যদিও সরকারি সফরসূচিতে ‘রোড শো’-র উল্লেখ নেই, তবে সভাস্থলে পৌঁছনোর পথে পরিকল্পিত জনসমাগম এবং সাজসজ্জা থাকছে, যা কার্যত ‘রোড শো’-র মতোই রাজনৈতিক তাৎপর্য বহন করছে।
বিহারের কর্মসূচি শেষে বাংলায় আসবেন প্রধানমন্ত্রী
বিজেপি সূত্রের খবর অনুযায়ী, ওই দিন সকালে প্রধানমন্ত্রীর বিহারে একটি কর্মসূচি রয়েছে। সেখান থেকে তিনি আকাশপথে দুর্গাপুরের অণ্ডাল বিমানবন্দরে পৌঁছাবেন। তবে সেখান থেকে হেলিকপ্টারে সভাস্থলে না গিয়ে তিনি সড়কপথে নেহরু স্টেডিয়ামে পৌঁছবেন। সভাস্থলের শেষ ৩ কিমি রাস্তাজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের জমায়েত ও সজ্জার আয়োজন করা হচ্ছে। মূল উদ্দেশ্য, জনতার সঙ্গে সরাসরি সাক্ষাৎ না করেও দৃশ্যমান জনসংযোগে অংশ নেওয়া।
সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের সম্ভাবনা
সভা স্থলের কাছে তৈরি হচ্ছে পৃথক প্রশাসনিক মঞ্চ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হতে পারে। প্রকল্পগুলির মধ্যে পরিকাঠামো, পরিবহণ ও শিল্প সংক্রান্ত পরিকল্পনাগুলির নাম রয়েছে। তবে সরকারিভাবে এই প্রকল্পগুলির তালিকা এখনও ঘোষণা হয়নি।
দলের সর্বোচ্চ নেতৃত্বে প্রস্তুতি পর্বে তৎপরতা
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই দুর্গাপুরে পৌঁছে গিয়েছেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। দলের তরফে গোটা প্রস্তুতির দায়িত্বে রয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, সাংসদ সৌমিত্র খাঁ ও সৌমেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল এবং জ্যোতির্ময় মাহাতো। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সভার আগের দিন দুর্গাপুরে যোগ দেবেন।
ভোটের প্রস্তুতিতে নতুন কৌশল
রাজনৈতিক মহলের মতে, আলিপুরদুয়ারের পর দুর্গাপুর সফর রাজ্যে বিজেপির সাংগঠনিক প্রস্তুতির অংশ। কয়েক মাসের মধ্যে নির্বাচন হলে প্রচারে গতি আনতে এবং সংগঠনকে মজবুত করতে মোদীর সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। বিগত সময়ের তুলনায় এবার তাঁর সফরে জনসংযোগের ধরনে স্পষ্টতই কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
পরবর্তী সম্ভাব্য সফর
জুলাইয়ের এই সফরের পর আগস্টের প্রথম সপ্তাহেও প্রধানমন্ত্রী মোদীর আবার বাংলায় আসার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।