মালদহ: মহারাষ্ট্রে ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই এ বার পশ্চিমবঙ্গ জয়ের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদহের জনসভা থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে তিনি ঘোষণা করলেন, এ বার বাংলায় বিজেপির ‘সুশাসন’ বা গুড গভর্ন্যান্স আনার সময় হয়েছে। একই সঙ্গে অনুপ্রবেশ ইস্যু থেকে কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা, একাধিক বিষয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী।
‘বাংলায় এ বার উন্নয়নের গঙ্গা বইবে’
বিহারের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী এদিন বলেন, “বাংলার প্রতিটি কোণ থেকে আজ একটাই আওয়াজ উঠছে। বিহারের জয়ের পর আমি বলেছিলাম মা গঙ্গার আশীর্বাদে এ বার বাংলায় উন্নয়নের নদী বইবে। বিজেপিই সেই স্বপ্ন সফল করবে। মহারাষ্ট্রের জয় আর কেরলের স্থানীয় নির্বাচনে বিজেপির সাফল্য প্রমাণ করছে দেশের তরুণ প্রজন্মের (Gen Z) সম্পূর্ণ আস্থা রয়েছে বিজেপির ওপর।” এদিন সভায় উপস্থিত জনতার ভিড় দেখে মোদী দাবি করেন, “আপনাদের এই উন্মাদনা বলে দিচ্ছে, এ বার বাংলা বিজেপিকেই ভোট দেবে।”
মোদীর মুখে বাংলা স্লোগান: ‘পাল্টানো দরকার’ PM Modi calls for BJP rule in West Bengal
এদিন জনসভায় চেনা মেজাজে ধরা দেন প্রধানমন্ত্রী। জনতাকে সঙ্গে নিয়ে তিনি স্লোগান তোলেন, ‘পাল্টানো দরকার’। যার পালটা জবাব আসে ভিড় থেকে, ‘চাই বিজেপি সরকার’। এই স্লোগানের মাধ্যমেই তিনি বাংলায় পরিবর্তনের ডাক দেন।
তৃণমূলকে তোপ: ‘গরিবের টাকা লুট করছে টিএমসি’
রাজ্য সরকারকে ‘নিষ্ঠুর’ বলে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলায় কোনও কারখানা নেই, কৃষকরা ফসলের নায্য দাম পাচ্ছেন না। কেন্দ্র গরিবের জন্য যে টাকা পাঠাচ্ছে, তা লুট করছে তৃণমূলের নেতারা।” আক্ষেপের সুরে প্রধানমন্ত্রী জানান, দেশের একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু করতে দেওয়া হচ্ছে না। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার এবং বাংলার মানুষের শত্রু হয়ে উঠেছেন। তিনি গরিবদের কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিতে দিচ্ছেন না।”
অনুপ্রবেশ এবং মতুয়াদের জন্য ‘মোদী গ্যারান্টি’
বাংলার জ্বলন্ত সমস্যা অনুপ্রবেশ নিয়েও এদিন মুখ খোলেন প্রধানমন্ত্রী। নাম না করে আমেরিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “উন্নত দেশগুলিও আজ অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিচ্ছে। বাংলায় ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য অনুপ্রবেশকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, যা বন্ধ হওয়া জরুরি।” পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, “এটা মোদীর গ্যারান্টি যে সংবিধান আপনাদের সুরক্ষা দেবে। আপনাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই।”
পরিশেষে প্রধানমন্ত্রীর বার্তা, “এ বার বাংলায় ডবল ইঞ্জিন সরকার চাই, যাতে প্রতিটি গরিবের পাকা বাড়ি হয় এবং সবাই বিনামূল্যে রেশন ও চিকিৎসা পায়।”
