কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে PM কিষাণ নিধির টাকা, আপনার নাম আছে লিস্টে ?

PM-Kisan
PM-KISAN 20th Installment Coming in June 2025: Big Relief for Farmers

মঙ্গলেই সুসংবাদ,কারণ আজ পিএম কিষাণের ১৭ তম কিস্তি লঞ্চ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই স্কিমের মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ২ হাজার টাকা জমা পড়বে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই প্রথম পিএম কিষাণের কিস্তি। তবে এর আগে ১৬টি কিস্তি জমা পড়েছিল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

স্টেটাস চেক করবেন কীভাবে?
প্রথমে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in -এ যেতে হবে। এর পরে ‘Know Your Status’-এ ক্লিক করার পর,সমস্ত তথ্য় সেখানে ইনপুট করতে হবে। তার পরে স্ক্রিনে দেখানো ক্যাপচাটা লিখতে হবে। এরপর সাবমিট ও গেট ডেটাতে ক্লিক করার পর স্ক্রিনে স্টেটাস দেখা যাবে।

   

তবে ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি এই পিএম কৃষক সম্মান নিধি শুরু হয়েছিল। এই প্রকল্পের অধীনে কৃষকরা প্রতি বছর তিন কিস্তিতে ২ হাজার টাকা করে মোট ৬,০০০ টাকা পেয়ে থাকে। তবে বর্তমানে পিএম কিষাণের সুবিধা পাওয়ার জন্য ই-কেওয়াইসি আবশ্যিক করেছে কেন্দ্রীয় সরকার যা কৃষকদের থাকা বাধ্যতা মূলক। পিএম কিষাণ প্রকল্প সম্পর্কে আরও জানতে হেল্পলাইন নম্বর 0120-6025109, 011-24300606 -এ কল করতে পারেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন