Petrol-Diesel Price: সপ্তাহের শুরুতে অপরিবর্তিত জ্বালানির দাম, চাপ বাড়ছে মধ্যবিত্তের…

আন্তর্জাতিক তৈল বিপণন কেন্দ্রে অপরিশোধিত তেলের দামের উপর নির্ভর করে পেট্রোল-ডিজেলের দাম (Petrol-diesel Price)। রোজ সকাল ৬টায় বিভিন্ন বিষয়কে মাথায় রেখে এই দাম নির্ধারণ করা…

short-samachar

আন্তর্জাতিক তৈল বিপণন কেন্দ্রে অপরিশোধিত তেলের দামের উপর নির্ভর করে পেট্রোল-ডিজেলের দাম (Petrol-diesel Price)। রোজ সকাল ৬টায় বিভিন্ন বিষয়কে মাথায় রেখে এই দাম নির্ধারণ করা হয়। কিন্তু প্রশ্ন উঠতেই পারে, গোটা দেশে পেট্রোল-ডিজেলের দাম এক নয় কেন? আসলে শুধু কেন্দ্র সরকারের ট্যাক্স নয়, রাজ্য সরকারের ট্যাক্সের উপরও নির্ভর করে তেলের দাম।

   

জীবন নির্বাহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই দুই জ্বালানি (Petrol-diesel Price)। ডিজেলের দাম বাড়লে যেমন যানবাহনের ভাড়া বাড়বে, তেমন পেট্রোলের দাম বাড়লে বাইক চালাবার আগেও ভাবতে হবে। এছাড়া, পেট্রোল-ডিজেলের দামের উপর নিৰ্ভর করে বিভিন্ন যন্ত্রচালিত জিনিস এবং সবজি বাজারের দামও নির্ভর করে। তাই জ্বালানির দাম জানার জন্য একটু তো কৌতূহল থাকেই।

আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম (Kolkata Petrol Price) ১০৪.৯৫ টাকা। গতকালও একই ছিল। বিগত ১০-১২ দিনের পরিসংখ্যান দেখলে বোঝা যায় শহরে পেট্রোলের দাম এক পয়সাও কমেনি। এই বিষয়টা কিন্তু জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে চাপ বাড়াচ্ছে, এমনটাই মনে করছেন সমাজের আর্থসামাজিক স্তরের বিশেষজ্ঞরা। অন্যদিকে আজ প্রতি লিটার ডিজেলের (Kolkata Diesel Price) দাম ৯১.৭৬ টাকা। আর রান্নার গ্যাসের দাম ৮২৯ টাকা।

দেশের রাজধানী অর্থাৎ দিল্লিতে (Delhi) পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা। মুম্বাইতে (Mumbai) পেট্রোলের দাম ১০৩.৭৪ টাকা। ভারতের দক্ষিণে অর্থাৎ চেন্নাইতে (Chennai) লিটার প্রতি পেট্রোলের দাম ১০০.৮৫ টাকা। বেঙ্গালুরুতে (Bengaluru) পেট্রোলের দাম ১১০.১৮ টাকা/লিটার।

অন্যদিকে, দিল্লিতে ডিজেলের দাম লিটার প্রতি ৮৯.৬২ টাকা (Petrol-diesel Price)। মুম্বাইতে ডিজেল ৮৯.৯৭ টাকা/লিটার। চেন্নাইতে দাম কিছুটা বেশি, অর্থাৎ ৯২.৪৩ টাকা/লিটার। বেঙ্গালুরুতে লিটার প্রতি এই দাম ৮৮.৯৪ টাকা।