অপরিবর্তিত পেট্রোলের দাম, ট্যাঙ্ক ভরার আগে জেনে নিন কোথায় কত দর

প্রতিদিনই তেলের দামের ওঠাপড়ার সঙ্গে দ্রব্যপণ্যের মূল্য নির্ধারিত হয়ে থাকে। নিত্যনৈমিত্তিক তেলের দাম প্রভাব ফেলে সাধারনের জীবনে। সুতরাং সকাল সকাল গাড়ির ট্যাঙ্ক ফুল করার আগে…

Petrol and diesel price today in Kolkata and India.

প্রতিদিনই তেলের দামের ওঠাপড়ার সঙ্গে দ্রব্যপণ্যের মূল্য নির্ধারিত হয়ে থাকে। নিত্যনৈমিত্তিক তেলের দাম প্রভাব ফেলে সাধারনের জীবনে। সুতরাং সকাল সকাল গাড়ির ট্যাঙ্ক ফুল করার আগে দেশে কোথায় কোথায় তেলের দাম কত তা জেনে নেওয়া প্রয়োজন। 

Weather update today: বুধে শহরে গরম বাড়লেও রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা

   

কলকাতায় গতকাল মঙ্গলবারের মতোই বুধবারও তেলের দাম অপরিবর্তিত রয়েছে। তবে গত একসপ্তাহে তেলের দাম সামান্য কমেছে বলেই দেখা গিয়েছে। বুধবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.৯৫ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯১.৭৬ টাকা। রাজ্যের মধ্যে দার্জিলিঙে দাম সর্বোচ্চ লিটার প্রতি পেট্রোলের দাম ১০৬. ৬৭ টাকা।

এছাড়াও দেশের অন্যান্য শহরে একনজরে দেখা যাক বুধবার পেট্রোল ও ডিজেলের দাম কত।

বিজেপির জেলাশাসকের অফিস ঘেরাও কর্মসূচিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামানিক

আজ দিল্লিতে পেট্রোল ৯৪.৭২ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৭.৬২ টাকা।
মুম্বইতে পেট্রোল ১০৪.২১ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯২.১৫ টাকা।
কলকাতায় পেট্রোল প্রতি লিটার ১০৪.৯৫ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯১.৭৬ টাকা।
এছাড়া চেন্নাইতে পেট্রোল ৯২.৩৪ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৮৮.৯৫ টাকা।
বেঙ্গালুরুতে পেট্রোল ১০২.৮৪ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৮.৯৫ টাকা।

বৈষ্ণোদেবীর যাত্রা পথে ভূমিধস, নিহত ১ তীর্থযাত্রী, আহত আরও ২

অন্যান্য রাজ্যের কথা বললে, আজ আন্দামান ও নিকোবরে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৮২.৪২ এবং ৭৮.০১ টাকা। অন্ধ্রপ্রদেশ পেট্রোল ১০৮.২৯ এবং ডিজেল ৯৬.১৭ টাকা। অরুণাচল প্রদেশে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯০.৯২ এবং ৮০.৪৪ টাকা। আসামে পেট্রোল ৯৭.১৪ টাকা এবং ডিজেল ৮৯.৩৮ টাকা। বিহারে পেট্রোল ১০৫.১৮ এবং ডিজেল ৯০.০৪ টাকা।

এখন ঘরে বসেই ইন্ডিয়ান অয়েল অ্যাপ ডাউনলোড করেও আপনার শহরের ফুয়েল রেট দেখে নিতে পারেন।