Mamata Banerjee: ‘জঙ্গল মহলের মানুষ শান্তিতে আছেন, নেপথ্য তৃণমূল’

বাঁকুড়াঃ ‘আগে এখানে রক্ত ঝরতো, আমরা ক্ষমতায় আসার পর জঙ্গল মহলের মানুষ শান্তিতে আছেন’ বাঁকুড়ার (Bankura) খাতড়ার খড়বন মাঠে সরকারী পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Advertisements

এদিন ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে একাধিক প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘বিনা পয়সার চাল সেদ্ধ হচ্ছে এক হাজার টাকার চালে’।

   

গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া ও বিষ্ণুপুর দু’টি আসনই হাতছাড়া হয়েছে তৃণমূলের। ওই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘জেতার পর বিজেপি এসেছে, খোঁজ নিয়েছে কিম্বা কিছু দিয়েছে কিনা সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Advertisements

একশো দিনের কাজ প্রকল্প নিয়ে বলতে গিয়ে বলেন, এই প্রকল্পে কেন্দ্র টাকা দেয় না। পোর্টাল আমাদের ছিল না, কেন্দ্রের পোর্টাল। পরে দেখা গেল এই সংখ্যাটা ২১ লাখ নয় ৫৯ লাখ। এই সব গরীব মানুষকে কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

এদিন তিনি বলেন, ‘শীত গ্রীষ্ম বর্ষা, তৃণমূলই ভরসা’। মানুষের সঙ্গে তাঁরা সব সময় আছেন বলে তিনি দাবি করেন।