Eastern Railway: ট্রেনে উঠতে অভ্যাস বদলান! যাত্রীদের বলল রেল

   লোকাল হোক বা দূরপাল্লা- ট্রেন চালাতে খরচ প্রচুর। বিদ্যাতের অপচয় সব থেকে বেশি। এবার বিদ্যুতের অপচয় রুখতে আসরে নামল রেল। এ জন্যই যাত্রীদের কাছে…

passengers will have to change some habits while riding train eastern rail give directions, ট্রেনে উঠতে অভ্যাস বদলান! যাত্রীদের বলল রেল
  

লোকাল হোক বা দূরপাল্লা- ট্রেন চালাতে খরচ প্রচুর। বিদ্যাতের অপচয় সব থেকে বেশি। এবার বিদ্যুতের অপচয় রুখতে আসরে নামল রেল। এ জন্যই যাত্রীদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। ট্রেনে উঠলে কোন কোন অভ্যাসে ধ্যান দিতে হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে।

যাত্রী সচেতনতা বাড়লে শুধু বিদ্যুৎ সাশ্রয়ই হবে না, পরিবেশও রক্ষা পাবে বলে দাবি পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের।

   

পূর্ব রেলের তরফে যাত্রীদের কাচে আবেদন, ট্রেনের প্রান্তিক স্টেশনে নামলে সব লাইট, পাখা বন্ধ করুন। এর ফলে বিদ্যুতের অপচয় কমবে।

কী কী আবেদন করা হয়েছে?

– অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখুন: দিনের বেলায় যখন প্রাকৃতিক আলো পর্যাপ্ত, তখন অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখুন।

– অতিরিক্ত পাখা বন্ধ রাখুন: অনেক সময় লক্ষ করা যায়, ট্রেনের সিটে যাত্রীরা না থাকলেও ফ্যান চলছে। তাই যেখানে সম্ভব সেখানে পাখা বন্ধ রাখুন ।

– ইলেকট্রনিক ডিভাইসগুলির সচেতন ব্যবহার: ট্রেনে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার সময় চার্জিং সম্পূর্ণ হয়ে গেলে চার্জার খুলে ফেলুন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের কথায়, এই ধরণের উদ্যোগের আসল উদ্দেশ্য সামগ্রিকভাবে বৈদ্যুতিক শক্তির অপব্যাবহার কমিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখা। এই জন্য যাত্রীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।