HomeWest Bengalচলছে না হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারতের এসি! ক্ষুব্ধ যাত্রীরা

চলছে না হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারতের এসি! ক্ষুব্ধ যাত্রীরা

- Advertisement -

বন্দে ভারতের বিকল এসি নিয়ে নির্দিষ্ট সময়ে হাওড়া থেকে ছাড়ে ট্রেন। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। জানা যাচ্ছে, আধ ঘণ্টার মধ্যে ঠিক হয়ে যায় এসি।

প্রসঙ্গত, শুক্রবার সকালে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ার আগেই দেখা যায়, পাঁচটি বগিতে এসি কাজ করছে না। সেই অবস্থাতেই নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ে। এসি কাজ না করায় পাঁচটি বগির যাত্রী প্রবল পড়েন।

   

এত দাম দিয়ে টিকিট কাটার পর এরকম সমস্যায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন সকলেই। তবে ট্রেন ছাড়ার আধ ঘণ্টার মধ্যেই এসির সমস্যা মিটে যায়। এর আগেও একাধিকবার যান্ত্রিক সমস্যা দেখা গেছে বন্দেভারতে।

জানা যাচ্ছে, গতকাল হাওড়াগামী কালকা মেলে স্প্রে করে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। যার জেরে পুরোপুরি নিঃস্ব হয়েছেন তিনটি বাঙালি পরিবার-সহ বেশ কয়েকজন যাত্রী। সকালে ওল্ড দিল্লির মতো জায়গায় এই ঘটনায় তীব্র চাঞ্চল‌্য ছড়িয়েছে। যাত্রীদের অভিযোগ, নগদ হাজার হাজার টাকা, বেশ কিছু মোবাইল ও প্রয়োজনীয় সামগ্রী খোয়া গেছে তাদের।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular