Pashchim Medinipur: চন্দ্রকোনায় ভয়াল বুনো হাতি, বাড়িতে মদ রাখলেই বিপদ জানাল বনবিভাগ

ব্যস্ততম চন্দ্রকোনার রাজপথের দুধারে ঘন জঙ্গল। চন্দ্রকোনা থেকে গড়বেতা যাওয়ার সেই রাস্তায় দাপাচ্ছে জঙ্গলমহলের বুনো হাতি। যাত্রীদের দেখে তেড়ে যাচ্ছে। ওই হাতিটি দলছুট বলেই মনে করছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা বন বিভাগ। হাতির আচরণ নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি আন্দাজ করে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম দুই জেলা প্রশাসন যাত্রীদের সাবধান করেছে।

বনবিভাগ যে ছবি দিয়েছে তাতে জঙ্গলমহলের গজরাজকে একটি গাড়িকে গুঁতিয়ে ঠেলতে দেখা যাচ্ছে। সড়কের উপরেই দাপাচ্ছে বুনো হাতি। বনবিভাগ জানাচ্ছে, সোমবার সকালে গড়বেতা থেকে চন্দ্রকোনার যাওয়ার পিচরাস্তার মাঝামাঝি গাড়ি ওপর তান্ডব চালিয়েছে ওই হাতি।

   

বনবিভাগের আমলাগোড়া রেঞ্জ সতর্কতা বার্তায় জানাচ্ছে, গিধনী রেঞ্জের কানাইশোল বিটের অন্তর্গত সকল অধিবাসীদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। যমুনাশোল সংলগ্ন জঙ্গলে ১২ থেকে ১৪ টি হাতি বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করছে। যমুনাশোল থেকে ডুমুরিয়া রাস্তা ও বালিবাঁধ থেকে গিধনী যাওয়ার ফায়ার রোড এবং বড়শোল থেকে কানাইশোল বীট যাওয়ার ফায়ার রোড অতিরিক্ত সতর্কতার সাথে পারাপার করবেন।

জেলা বনবিভাগ জানিয়েছে, কৌতূহলবশত কেউ জঙ্গলে হাতি পর্যবেক্ষণ করতে যাবেন না।রাতে জঙ্গলের রাস্তায় যাতায়াত ।করবেন না। মদ খেয়ে বাইরে যাবেন না অথবা বাড়িতে মদ রাখবেন না। ভোর বেলা এবং সন্ধ্যা বেলা ছাতু কুড়িয়ে আনতে, বাগান বা জঙ্গলের ভেতর যাবেন না । জঙ্গলে গিয়ে হাতির ছবি তুলবেন না। অযথা হাতিদের কেউ বিরক্ত করবেন না।হাতি যাতায়াতের পথে কেউ বাধা দেবেন না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন