সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা রাজ্যে। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে পর্যটক বোঝাই বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। আহতদের মধ্যে ১০ থেকে ১২ জন মহিলা যাত্রী রয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে নারায়ণগড়ের উকুনমারিতে জাতীয় সড়কের ধারে। পুরী থেকে ফিরছিলেন পর্যটকরা। আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একধারে পড়ে যায়। যাত্রীরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা। পুরীতে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, একদিন আগে পুরী থেকে রওনা হয়েছিল বাসটি। ফেরার পথে রবিবার ভোর চারটে নাগাদ নারায়ণগড়ের উকুনমাড়ির কাছে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায় পর্যটক বোঝায় বাসটি। যাত্রীরা পুরী গিয়েছিলেন ভ্রমণের উদ্দেশ্যেই। স্থানীয়দের তৎপরতায় তাদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানে ১১ জনের অবস্থার অবনতি হলে তাদের স্থানান্তিরত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় নারায়ণগড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু, কীভাবে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন চালক তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, বাসে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ।