Paschim Medinipur: বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু

পঞ্চায়েত ভোটের আগেই বিজেপি নেতার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে (paschim medinipur)  পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়…

পঞ্চায়েত ভোটের আগেই বিজেপি নেতার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে (paschim medinipur)  পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে। খবর পেয়ে সবং থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে।

বিজেপির অভিযোগ, তাদের বুথ সভাপতিকে খুন করেছে তৃণমূল। আরও অভিযোগ, বারে বারে এই দীপক সামন্তকে তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি তার বাড়িতে সাদা থান পর্যন্ত পাঠানো হয়েছিল। যদিও তৃণমূলের পাল্টা দাবি, এই পুরোটাই মিথ্যে অভিযোগ। এই মৃত্যু নিয়ে বিজেপি রাজনীতি করছে।

   

ঘাটাল সংগঠনিক জেলার বিজেপি সভাপতি তন্ময় দাস জানিয়েছেন, “আমরা বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই এর সঙ্গে অত্যাচার করা হয় চাষবাস বন্ধ করে দেয়া হয় এমনকি চাষের জমি পর্যন্ত কেড়ে নেয় ওরা। বেশ কয়েকদিন আগে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রচারে গেলে তৃণমূলের লোকরা তাকে ধরে হুমকি দেয় যে যদি তুমি বিজেপি ছেড়ে তৃণমূলে না আস তাহলে তোমাকে মেরে ঝুলিয়ে দেওয়া হবে। মমতার পুলিশ মমতার সিআইডি কারোর উপর আমাদের আস্থা নেই আমরা সিবিআই তদন্ত চাই”।