Paschim Medinipur: খড়্গপুরে গাড়ি পিষে দিল ৫ ফুল ব্যবসায়ীকে

কোজাগরী লক্ষ্মীপুজো। পুজোয় বাড়বে বিক্রি। তাই রাত্রিবেলায় গাড়িতে সেই ফুল তুলে রাখছিলেন ব্যবসায়ীরা। জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে সেই কাজ করার সময়েই পিছন থেকে এসে ধাক্কা…

A BSF vehicle lost control and hit two vehicles in a row at Laketown

কোজাগরী লক্ষ্মীপুজো। পুজোয় বাড়বে বিক্রি। তাই রাত্রিবেলায় গাড়িতে সেই ফুল তুলে রাখছিলেন ব্যবসায়ীরা। জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে সেই কাজ করার সময়েই পিছন থেকে এসে ধাক্কা মারে লরি। তাতেই গাড়ির চালকসহ ৫ ফুল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার ব্যবসায়ী। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের বুড়ামালা বাজার এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে।

প্রসঙ্গত, শনিবার লক্ষ্মীপুজোর দিন বিক্রির জন্য শুক্রবার ভোররাতেই বিপুল পরিমাণ ফুল গাড়িতে তুলছিলেন জনা ১৫ ফুল ব্যবসায়ী। জাতীয় সড়কের উপর দাঁড়িয়েই সেই কাজ করছিলেন তারা। গাড়িতে তখন চালকও ছিলেন।  সেই সময় হঠাৎ করেই সিমেন্ট বোঝাই একটি বিশালাকার লরি পিছন থেকে ধাক্কা মারে তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক সহ পাঁচজনের। আহত হন আরও ৪ জন।

Advertisements

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত ৪ জনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের আঘাত অত্যন্ত গুরুতর বলে জানা যাচ্ছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, ঘাতক লরিটির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কিনা সেই সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ।