Paschim Bardhaman: আসানসোলের ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোয় আতঙ্ক

আসানসোলে ফের গুলি চলল। তবে এবার হামলাকারীরা সফল নয়। যাকে লক্ষ্য করে গুলি চালানো হয় তিনি বেঁচে গেছেন। এই ঘটনায় পশ্চিম বর্ধধমানের (Paschim Bardhaman) তথা রাজ্যের অন্যতম শিল্প শহর আসানসোল সরগরম। বারবার এই শহরে প্রকাশ্যে গুলি করার ঘটনা ঘটছে। সম্প্রতি একজনকে খুন করা হয়। এবারও সেরকমই চেষ্টা হয়েছিল।

জাতীয় সড়কের পাশে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য। হামলা হয় বাবা চন্দ্রচূড় মন্দিরের কাছে। হামলাকারীদের লক্ষ্য ছিলেন দীনেশ গড়াই নামে এক ব্যবসায়ী। জাতীয় সড়কের উপর একটি হোটেলের সামনে দুই দুষ্কৃতি ৩-৪ রাউন্ড গুলি চালায়। একটি গুলি গাড়িতে লালে। বাকি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।অল্পের জন্য বেঁচে গেছেন ওই ব্যবসায়ী।

   

ব্যবসায়ী দীনেশ গড়াই জানান তিনি হোটেলে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। তখনই কয়েকজন দুষ্কৃতিরা মোটর সাইকেলে চেপে আসে তার গাড়িকে লক্ষ করে গুলি চালায়। আসানসোল উত্তর থানার পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসছে জমির বিবাদের কারনেই হামলা হয়েছিল। দীনেশ গড়াই জানান তার কোনও জমির ব্যবসা নেই। জাতীয় সড়ক ও রূপনারায়ণপুরে টোল ট্যাক্সের ব্যবসা রয়েছে।

গত ১১ অক্টোবর আসানসোলের কুলটি থানা এলাকায় প্রকাশ্যে গুলি করে এক ব্যক্তিকে খুন করা হয়। গত ১৪ সেপ্টেম্বর আসানসোলের সালানপুরের একটি পেট্রোল পাম্পে স্কুটারে তেল ভরতে এসে পাম্পের মহিলা কর্মীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিনে গুলি চালানোর চেষ্টা করে এক যুবক। মিস ফায়ার হওয়ায় ওই মহিলা কর্মী পালিয়ে যান। শূন্যে এক রাউন্ড গুলি চালিয়ে স্কুটারে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন