HomeWest BengalPaschim Bardhaman: জনবহুল এলাকায় গুলি করে খুন সুদের কারবারীকে

Paschim Bardhaman: জনবহুল এলাকায় গুলি করে খুন সুদের কারবারীকে

- Advertisement -

Paschim Bardhaman: সাতসকালে বাড়ির সামনে গুলি করে খুন সুদের কারবারিকে। কুলটির চিনাকুড়ি এলাকার ঘটনা। মৃতের নাম শম্ভু পণ্ডিত। স্থানীয় সূত্রে খবর, সকাল সাতটার দিকে প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানে যাচ্ছিলেন বছর পঞ্চাশের ওই সুদের কারবারি।

অভিযোগ, বাইকে চড়ে এসে কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। আচমকা পিছন থেকে তাকে লক্ষ্য করে পরপর ৬ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। খুনের কারণ এখনও স্পষ্ট নয়। আততায়ীদের সন্ধান চালাচ্ছে কুলটি থানার পুলিশ। আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি ৩ নম্বর মোড়ের ঘটনা।

   

তিনি ঠিকাদারির কাজ করতেন বলে জানা গেছে। শরীরের তিন জায়গায় গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ব্যবসায়ীর। আততায়ীদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এমন ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী। তদন্ত শুরু হয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দুই দুষ্কৃীতিকে চিহ্নিত করা হয়েছে, তাদের খোঁজে চলছে তল্লাশি।

মৃতের স্ত্রী জানিয়েছেন, প্রতিদিনই সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ওই ব্যবসায়ী। বুধবার সকালেও তার ব্যতিক্রম হয়নি। প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, চা খাওয়ার সময়েই আচমকা গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির মাথায়, হাতে ও পিঠে গুলি লেগেছে বলে জানা গেছে। গুলির খোলও উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular