Paschim Bardhaman: প্রকাশ্যে সরকারি চাল চুরি, অভিযোগ তৃণমূল-বিজেপি দু’পক্ষই জড়িত

বিদ্যালয় থেকে চাল চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়‌। ঘটনাটি পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে। রবিবার সকালে স্থানীয়রা দেখতে পান একটি টোটোয় করে…

Paschim Bardhaman: প্রকাশ্যে সরকারি চাল চুরি, অভিযোগ তৃণমূল-বিজেপি দু'পক্ষই জড়িত

বিদ্যালয় থেকে চাল চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়‌। ঘটনাটি পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে। রবিবার সকালে স্থানীয়রা দেখতে পান একটি টোটোয় করে বিদ্যালয়ের বস্তাবন্দি চাল পাচার করা হচ্ছে। স্থানীয়রা দেখতে পেয়ে টোটোটিকে আটকে রেখে কাছড়াপাড়া পুলিশ স্টেশনে খবর দেন। পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করে‌। খবর দেওয়া হয় স্কুলের সব শিক্ষকদের। ওই বিদ্যালয়েই রয়েছে হিন্দি মাধ্যমের প্রাথমিক স্কুল।

সেই স্কুলের একজন শিক্ষক সচিন শর্মা এবিষয়ে খবর পেয়ে বিদ্যালয়ে আসেন। তিনি জানান তাদের স্টোর রুমে তালা লাগানো রয়েছে। হাইস্কুল থেকে চাল চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনার সাথে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্কুলের শিক্ষকরা ও অভিভাবকরা।

ঘটনাস্থলে আসেন বর্ধমান সদরের বিজেপির সহ সভাপতি রমন শর্মা। তিনি জানিয়েছেন “এই ধরনের ঘটনা প্রথম নয়, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার বিষয়ে প্রতারণা করা হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সময়মতো আসেন না, যখন যার মন হয় তখন বিদ্যালয়ে আসেন।” ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি জানিয়েছেন তিনি। তাঁর নিশানা তৃণমূল কংগ্রেস।

Advertisements

ঘটনায় টোটোচালক বলেছেন, “তিনি জানেন না কিছু। তাকে বাসস্ট্যান্ড অবধি চালের বস্তাগুলো নিয়ে যেতে বলা হয়েছিল।” সেখানকার তৃণমূল নেতা বিজেপির দিকে আঙুল তুলেছেন। বিজেপির কারসাজিতে এমন ঘটনা বলে দাবি করা হয়েছে। তিনি এও বলেছেন এই ঘটনার সাথে‌ যে দলের লোকই যুক্ত থাকুক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।