Partition of Bengal: বাংলা ভাগের দাবিতে মাধ্যমিক শুরুর দিনেই বনধ

গরম পড়ার আগেই গরম হয়ে যাচ্ছে পরিস্থিতি। রাজ্য ভাগ, পৃথক উত্তরবঙ্গ (Partition of Bengal) গঠন নিয়ে বিতর্ক বড় আকার নিতে চলল।

Bandh

গরম পড়ার আগেই গরম হয়ে যাচ্ছে পরিস্থিতি। রাজ্য ভাগ, পৃথক উত্তরবঙ্গ (Partition of Bengal) গঠন নিয়ে বিতর্ক বড় আকার নিতে চলল। এবার সেই বিতর্কের ধাক্কা লাগতে চলেছে লক্ষাধিক মাধ্যমিক পরীক্ষার্থীর উপর। মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই বনধ ডাকা হয়েছে।

Advertisements

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। সেই দিনই বনধ ডাকা হল দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলারায়। বনধের প্রভাব এই দুই জেলার পাহাড়ি এলাকা স্তব্ধ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। আগামী ২৩ ফেব্রুয়ারি পাহাড়ে বনধের ডাক দিয়েছেন বিনয় তামাং। তিনি জানান,বিধানসভায় বলা হয়েছে পাহাড় আলাদা হবে না।  তারই প্রতিবাদে এই বনধ সিদ্ধান্ত। বলে জানাচ্ছেন তিনি। সকাল ৬টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছে। তিনি বলেন, যেসব পাহাড়বাসী পশ্চিমবঙ্গ থেকে পাহাড়কে আলাদা করার দাবিকে সমর্থন করবেন তাঁরা যেন এই বনধের পাশে থাকেন। জরুরি পরিষেবা বনধের আওতার বাইরে থাকবে।

Advertisements

বিনয় তামাংয়ের বনধ আহ্বানের পর পাহাড়ের রাজনৈতিক দলগুলি কী অবস্থান নেয় তাও লক্ষনীয়। পাহাড়ে তথা জিটিএতে ক্ষমতাসীন অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, বিমল গুরংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা, অজয় এডওয়ার্ডের হামরো পার্টি সহ জিএনএলএফ, অখিল ভারতীয় গোর্খা লিগ এখনও কিছু জানায়নি।