জুলাই মাস থেকে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee )। দল তাঁকে বহিষ্কার করেছে। একইসঙ্গে সমস্ত অভিযোগ নস্যাৎ করে নির্দোষ প্রমাণিত করলেই তবেই দলে জায়গা পাবেন তিনি।
বৃহস্পতিবার যখন সাগরদিঘিতে দলের (TMC) বিপর্যয় হয়েছে, যখন ত্রিপুরা এবং মেঘালয়েও দলের ভরাডুবী হয়েছে, সেই সময়েই দলের পাশে দাঁড়ালেন প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আদালতের বাইরে বেরিয়ে জানালেন তৃণমূল দল থাকার, থাকবে। আরও বাড়বে।
গত আট মাস ধরে কারাবাসের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাঁকে। বারবার জামিনের জন্য আদালতের কাছে কাতর আর্জি জানাচ্ছেন তিনি। কিন্তু বারবার পার্থর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেইসঙ্গে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে, তা নিয়েও চর্চা শুরু হয়েছে। নিত্যদিন নতুন তথ্য উঠে আসছে তদন্তকারী সংস্থার হাতে। কিন্তু বারবার পার্থ দাবি করছেন দলের সঙ্গেই তিনি রয়েছেন।
নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আদালতের গরাদ থেকে বের করে পার্থ চট্টোপাধ্যায়কে জেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হয়েছিল। সেই সময়েই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা। সেই সময়েই পার্থ চট্টোপাধ্যায় বলে বসেন, তৃণমূল দল থাকার, থাকবে। আরও বাড়বে।
যদিও এটা নতুন কিছু নয়, শুভেন্দুর ডিসেম্বরের ডেডলাইনের সপেক্ষে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না। কেউ পারবে না। আবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের আগে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এভাবেই বারবার আনুগত্য প্রমাণ করেছেন পার্থ। এখনও দলের পাশে দাঁড়িয়ে একই বার্তা দিলেন তিনি।