আরও স্বাস্থ্যের অবনতি! একাধিক সমস্যা, আইসিসিইউ-তে রাখা হল পার্থকে

কলকাতা: নতুন করে স্বাস্থ্য অবনতি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷ এসএসকেএম হাসপাতালের আইসিসিইউ-তে রেখে চিকিৎসা চলছে তাঁর৷ বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হতেই আইসিসিইউ-তে পাঠিয়ে দেওয়া হয়…

partha chatterjee shifted to iccu

কলকাতা: নতুন করে স্বাস্থ্য অবনতি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷ এসএসকেএম হাসপাতালের আইসিসিইউ-তে রেখে চিকিৎসা চলছে তাঁর৷ বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হতেই আইসিসিইউ-তে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে৷ একাধিক সমস্যা রয়েছে প্রাক্তন মন্ত্রীর৷ গত ২০ জানুয়ারি শ্বাসকষ্ট জনিত সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে৷ এছাড়াও শরীরে ক্রিয়েটিনিনের মাত্রাতেও সমস্যা রয়েছে৷ পটাশিয়াম, সোডিয়ামের পরিমাণও ওঠানামা করছে। তাঁর কিডনি এবং ফুসফুসে সমস্যা রয়েছে বলেও জানা গিয়েছে৷ 
আইসিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর৷ (partha chatterjee shifted to iccu)

শ্বাসকষ্ট রয়েছে পার্থের partha chatterjee shifted to iccu

গত সোমবার প্রেসিডেন্সি জেলেই অসুস্থ হয়ে পড়েন পার্থ৷ শ্বাসকষ্ট শুরু হয় তাঁর৷ জেলেই প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়৷ পরে তাঁকে এসএসকেএম-এ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় জেল কর্তৃপক্ষ৷ বৃহস্পতিবার বুক ব্যথা বাড়লে আইসিসিইউ-তে নিয়ে যাওয়া হয় পার্থকে৷ 

   

আড়াই বছর ধরে জেলবন্দি partha chatterjee shifted to iccu

উল্লেখ্য, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়৷ গত আড়াই বছর ধরে জেলে রয়েছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের আবাসনে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা ও বহুমূল্যের গয়না বাজেয়াপ্ত করে ইডি৷ তাঁকে গ্রেফতারের পরই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় পার্থকে৷ ওই বছরেরই ২২ জুলাই নাকতলার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির পর সিবিআইয়ের হাতেও গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এর আগেও জেলের একাধিক বার অসুস্থ হয়েছেন তিনি৷ গ্রেফতারির পরই ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে৷ তবে গুরুতর কোনও সমস্যা খুঁজে পাননি চিকিৎসকেরা৷ শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে জামিনের আবেদনও করেছেন তিনি। তবে জামিন মেলেনি৷ অবশেষে গত ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে৷ ১ফেব্রুয়ারির মধ্যে জেল থেকে ছাড়া পাবেন তিনি৷ 

স্থূল স্বাস্থ্যের জন্য সমস্যা partha chatterjee shifted to iccu

হাসপাতাল সূত্রে খবর, পার্থের স্থূল স্বাস্থ্যের জন্য নানা সমস্যা তৈরি হয়েছে৷ জেল যাওয়ার পর থেকে পায়ের সমস্যাতেও ভুগছেন তিনি। জেলে প্রতি মাসেই তাঁর ‘রুটিন চেকআপ’ করা হয়৷ দিন কয়েক আগে জেলে ‘প্যানিক অ্যাটাক’ও হয়েছিল প্রাক্তন মন্ত্রীর। সেই সময়ও এসএসকেএমে বিষয়টি জানানো হয়েছিল। সোমবার হঠাৎ করেই অসুস্থ বোধ করলে তড়িঘড়ি তাঁকে এসএসকেএমে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ 

 West Bengal: Former minister Partha Chatterjee‘s health worsens; now under treatment in SSKM hospital’s ICCU. Admitted on January 20 due to respiratory issues. Chatterjee’s condition includes kidney and lung problems, fluctuating potassium, sodium levels, and creatinine issues.