আরও স্বাস্থ্যের অবনতি! একাধিক সমস্যা, আইসিসিইউ-তে রাখা হল পার্থকে

partha chatterjee shifted to iccu

কলকাতা: নতুন করে স্বাস্থ্য অবনতি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷ এসএসকেএম হাসপাতালের আইসিসিইউ-তে রেখে চিকিৎসা চলছে তাঁর৷ বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হতেই আইসিসিইউ-তে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে৷ একাধিক সমস্যা রয়েছে প্রাক্তন মন্ত্রীর৷ গত ২০ জানুয়ারি শ্বাসকষ্ট জনিত সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে৷ এছাড়াও শরীরে ক্রিয়েটিনিনের মাত্রাতেও সমস্যা রয়েছে৷ পটাশিয়াম, সোডিয়ামের পরিমাণও ওঠানামা করছে। তাঁর কিডনি এবং ফুসফুসে সমস্যা রয়েছে বলেও জানা গিয়েছে৷ 
আইসিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর৷ (partha chatterjee shifted to iccu)

শ্বাসকষ্ট রয়েছে পার্থের partha chatterjee shifted to iccu

গত সোমবার প্রেসিডেন্সি জেলেই অসুস্থ হয়ে পড়েন পার্থ৷ শ্বাসকষ্ট শুরু হয় তাঁর৷ জেলেই প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়৷ পরে তাঁকে এসএসকেএম-এ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় জেল কর্তৃপক্ষ৷ বৃহস্পতিবার বুক ব্যথা বাড়লে আইসিসিইউ-তে নিয়ে যাওয়া হয় পার্থকে৷ 

   

আড়াই বছর ধরে জেলবন্দি partha chatterjee shifted to iccu

উল্লেখ্য, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়৷ গত আড়াই বছর ধরে জেলে রয়েছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের আবাসনে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা ও বহুমূল্যের গয়না বাজেয়াপ্ত করে ইডি৷ তাঁকে গ্রেফতারের পরই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় পার্থকে৷ ওই বছরেরই ২২ জুলাই নাকতলার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির পর সিবিআইয়ের হাতেও গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এর আগেও জেলের একাধিক বার অসুস্থ হয়েছেন তিনি৷ গ্রেফতারির পরই ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে৷ তবে গুরুতর কোনও সমস্যা খুঁজে পাননি চিকিৎসকেরা৷ শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে জামিনের আবেদনও করেছেন তিনি। তবে জামিন মেলেনি৷ অবশেষে গত ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে৷ ১ফেব্রুয়ারির মধ্যে জেল থেকে ছাড়া পাবেন তিনি৷ 

স্থূল স্বাস্থ্যের জন্য সমস্যা partha chatterjee shifted to iccu

হাসপাতাল সূত্রে খবর, পার্থের স্থূল স্বাস্থ্যের জন্য নানা সমস্যা তৈরি হয়েছে৷ জেল যাওয়ার পর থেকে পায়ের সমস্যাতেও ভুগছেন তিনি। জেলে প্রতি মাসেই তাঁর ‘রুটিন চেকআপ’ করা হয়৷ দিন কয়েক আগে জেলে ‘প্যানিক অ্যাটাক’ও হয়েছিল প্রাক্তন মন্ত্রীর। সেই সময়ও এসএসকেএমে বিষয়টি জানানো হয়েছিল। সোমবার হঠাৎ করেই অসুস্থ বোধ করলে তড়িঘড়ি তাঁকে এসএসকেএমে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ 

 West Bengal: Former minister Partha Chatterjee‘s health worsens; now under treatment in SSKM hospital’s ICCU. Admitted on January 20 due to respiratory issues. Chatterjee’s condition includes kidney and lung problems, fluctuating potassium, sodium levels, and creatinine issues.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন