
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর বেহালার বাড়িতে ফিরলেও স্বস্তি পেলেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার নিজের বাড়ির বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। বাঁ হাতে চোট লাগার পর ব্যথা ক্রমশ বাড়তে থাকায় শুক্রবারই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
হাসপাতাল সূত্রে খবর, আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।
বাড়িতে পড়ে গুরুতর চোট
সূত্রের খবর, গত বৃহস্পতিবার নিজের বেহালার বাসভবনে বাথরুমের মধ্যে পড়ে যান পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বাঁ হাতে গুরুতর চোট লাগে এবং ব্যথা বাড়তে থাকে। প্রথমে বাড়িতেই চিকিৎসক ডেকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। তবে ব্যথা না কমায় দ্রুত তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর হাতের এক্স-রে করা হয়েছে বলে খবর।
জামিনের পর ‘গৃহবন্দি’ জীবন
দীর্ঘদিন জেলবন্দি থাকার পর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই-এর মামলায় জামিন পান প্রাক্তন শিক্ষামন্ত্রী। গত ১১ নভেম্বর তিনি নিজের বেহালার বাড়িতে ফেরেন। প্রথম দু’দিন অনুগামী ও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেও, এরপর থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন তিনি। কার্যত ‘গৃহবন্দি’ অবস্থাতেই দিন কাটাচ্ছিলেন পার্থ চট্টোপাধ্যায়।
সম্প্রতি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়োগ দুর্নীতি মামলায় সশরীরে আদালতে হাজিরা দেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। এই কারণে আদালতের তোপের মুখেও পড়তে হয় তাঁকে। যদিও তিনি শীতকালীন বিধানসভা অধিবেশনে অংশ নিতে চেয়ে স্পিকারের কাছে আবেদন জানিয়েছিলেন।
এই পরিস্থিতির মধ্যেই বাথরুমে পড়ে গিয়ে আঘাত পাওয়ায় ফের হাসপাতালে ভর্তি হলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনও হাসপাতালের তরফে বিস্তারিত বুলেটিন প্রকাশ করা হয়নি।









