কলকাতা: নিয়োগ দুর্নীতি-কণ্ডে ইডি-র করা মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ভর্ৎসিত হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ এবার সিবিআইয়ের বিশেষ আদালতেও কড়া সমালোচনা শুনতে হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷ বৃহস্পতিবার বিশেষ সিবিআই আদালতের ১ নম্বর এজলাসে পার্থের আইনজীবীর উদ্দেশে বিচারকের প্রশ্ন, “আপনি বেঞ্চ নিয়ে চিন্তিত কেন? জামিন সংক্রান্ত মামলার শুনানি কোন আদালতে হবে, তা ঠিক করার অধিকার আপনাকে কে দিল?” খানিক বিরক্তির সুরেই বিচারক বলেন, ‘কোর্টের সময় নষ্ট করবেন না৷’ (Partha Chatterjee Bail Rejection)
পার্থের আইনজীবীকে ধমক Partha Chatterjee Bail Rejection
নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একাধিক মামলা ঝুলছে আদালতে৷ জামিনের আবেদন জানিয়ে বারবার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি৷ বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালতে প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলার শুনানির সময় মামলা হস্তান্তরের প্রসঙ্গ ওঠে। পার্থের আইনজীবী বিচারককে বলেন, “মামলা হস্তান্তর করার আগে আপনি জামিনের আবেদন শুনুন৷” আইনজীবীর এই মন্তব্যে বেজায় ক্ষুব্ধ হন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। ভর্ৎসনা করে তিনি বলেন, “জামিন সংক্রান্ত মামলার শুনানি কোন আদালতে হবে, তা ঠিক করার এক্তিয়ার আপনাকে কে দিল?”
মন্ত্রী ছিলেন পার্থই Partha Chatterjee Bail Rejection
২০২২ সালের জুলাই মাসে নাকতলার বাড়ি থেকে গ্রেফাতার হন পার্থ৷ এই মামলায় নাম জড়ায় একাধিক হেভিওয়েট ব্যক্তিত্বের৷ তবে ইতিমধ্যে ছাড়া পেয়েছেন পার্থের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ অনেকেই। বুধবার সুপ্রিম কোর্টে তাঁদের জামিনের প্রসঙ্গ টেনে জামিনের আবেদন করতেই ধমক খান পার্থ৷ অন্যদেক সঙ্গে তাঁর তুলনা চলে না বলেও জানায় শীর্ষ আদালত৷ কারণ, এই দুর্নীতি যখন হয়, তখন বাকিরা কেউ মন্ত্রী ছিলেন না৷ মন্ত্রী ছিলেন পার্থ৷
West Bengal: Partha Chatterjee faces criticism in both the Supreme Court and CBI Special Court over his bail plea in the recruitment scam case. The former Education Minister’s lawyer was reprimanded for questioning the court’s jurisdiction on bail hearings.