কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবারের জন্য চার্জ গঠন করল সিবিআই আদালত। বৃহস্পতিবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক বিশ্বরূপ শেঠ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ মোট ২১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেন। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিচারপ্রক্রিয়া।
চোখে কালো চশমা
এদিন ভার্চুয়ালি আদালতে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। সদ্য চোখের অপারেশন হওয়ায় তাঁর চোখে ছিল কালো চশমা। চার্জ গঠনের শুনানিতে নিজের অবস্থান স্পষ্ট করে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, “আমি শিক্ষামন্ত্রী ছিলাম, আমি নির্দোষ। যারা অভিযোগ করছেন, তারা অসৎ। আমাকে মিথ্যা ফাঁসানো হচ্ছে।”
কল্যাণময়-সুবীরেশের ঘাড়ে দায় partha blames on kalyanmoy and subires
আদালতে দাঁড়িয়ে পার্থ ইঙ্গিতে দায় চাপান কল্যাণময় গঙ্গোপাধ্যায় (প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি) ও সুবীরেশ ভট্টাচার্য (প্রাক্তন এসএসসি চেয়ারম্যান)-এর ওপর। দু’জনেই বর্তমানে জেলবন্দি। আদালতে বিচারকের মুখেও এদিন উঠে আসে তাঁদের নাম, পাশাপাশি উল্লেখ হয় এসএসসি উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহার কথাও।
কী বললেন পার্থ?
বিচারক বিশ্বরূপ শেঠ পার্থকে উদ্দেশ করে বলেন, “আপনি এসপি সিনহা, কল্যাণময়দের পদে বসিয়েছিলেন।” জবাবে পার্থ বলেন, “আমি নির্দোষ। আমার একটা সম্মান আছে। আমি ২৫ বছর ধরে বিধায়ক। আমাকে সাড়ে তিন বছর ধরে আটকে রাখা হয়েছে। এবার মুক্তি দিন। এসএসসি সম্পূর্ণ স্বশাসিত সংস্থা। তারা নিজেরা নিয়োগ করেছে। সুবীরেশ আমার মন্ত্রী হওয়ার আগেই চেয়ারম্যান ছিলেন, কল্যাণও আগে থেকেই পর্ষদে ছিলেন।”
শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের আর্জি খারিজ করে আদালত তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করে। এর ফলে আগামী দিনে নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
West Bengal: A special CBI court has officially framed charges against former education minister Partha Chatterjee and 20 others in the Bengal recruitment scam. Chatterjee pleaded innocence virtually, blaming former officials Kalyanmoy Gangopadhyay and Subiresh Bhattacharya for the fraud.