মেট্রো পথ সম্প্রসারণ! রেলমন্ত্রীর কাছে ‘বিরাট’ দাবি ব্যারাকপুরের সাংসদের

রেলমন্ত্রীর কাছে একটি মেট্রো রেলের সম্প্রসারনের জন্য প্রস্তাব রাখলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক(Partha Bhowmick)। মঙ্গলবার সংসদ কক্ষে তিনি এই প্রস্তাব পেশ করেন। তিনি তাঁর বক্তব্যে…

partha bhowmick

রেলমন্ত্রীর কাছে একটি মেট্রো রেলের সম্প্রসারনের জন্য প্রস্তাব রাখলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক(Partha Bhowmick)। মঙ্গলবার সংসদ কক্ষে তিনি এই প্রস্তাব পেশ করেন। তিনি তাঁর বক্তব্যে জানিয়েছেন যে দমদম মেট্রো থেকে কল্যাণী এইমস(AIIMS) যাওয়ার জন্য একটি মেট্রো পথের ব্যবস্থা করলে অনেক মানুষ উপকৃত হবেন। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে আরও জানিয়েছেন যে, এই দীর্ঘ পথ অতি কম সময়ে মেট্রোর মাধ্যমে যাওয়া গেলে অনেক রুগীই অনেক কম খরচে কল্যাণী এইমসে পৌঁছে যাবেন।

Advertisements

Suvendu Adhikari: আচমকা দিল্লিতে শুভেন্দু! বড় পদক্ষেপের তোড়জোড়?

   

ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তাঁর যুক্তিতে বলেছেন, ‘ দমদম এয়ারপোর্ট কিংবা তাঁর সংলগ্ন রাস্তা ধরে কল্যাণী এইসসে যেতে হলে প্রায় এক ঘণ্টা সময় লাগবে। সেই সময়টা যদি মেট্রোর মাধ্যমে আসা যায় তাহলে সময়ও কিছুটা বাঁচবে এখন অনেক কম খরচে আসা যাবে।’ প্রসঙ্গত কল্যাণী এইমস দমদম এয়ারপোর্ট থেকে যেতে গেলে বর্তমান সময়ে প্রায় ঘণ্টা দেড়েক লেগে যাবে। তবে ওই পথে দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের কাজ চলছে, তাই আশা করা যাচ্ছে এই পথ প্রায় এক ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে।

বাংলাদেশের হিন্দুদের প্রাণসুরক্ষা, বড় দাবি বাংলার বিজেপি সাংসদের

উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হওয়ার পরে একবার দাবি উঠেছিল ব্যারাকপুর পর্যন্ত মেট্রো পথ সম্প্রসারণ করার জন্য। কিন্তু সে দাবি নস্যাৎ হয়ে যায়। তখন ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদী। তারপরে ব্যারাকপুরের সাংসদ হন অর্জুন সিং। ব্যারাকপুরের ‘বাহুবলী’কে হারিয়ে দিল্লি গিয়েছেন নৈহাটির ঘরের ছেলে পার্থ। তাঁর এই দাবি আদেও কি রেলমন্ত্রীর কান অবধি পৌঁছাবে? সেই নিয়েই চলছে জল্পনা।