স্কুল ছাত্রীকে র‍্যাগিং-এর অভিযোগে তীব্র প্রতিবাদ অভিভাবকদের, ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী

ফের রাজ্যের সরকারি স্কুলে র‍্যাগিং। বীরভূমের বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে চোখ বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোমবার…

Bolpur-Police-Station

ফের রাজ্যের সরকারি স্কুলে র‍্যাগিং। বীরভূমের বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে চোখ বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোমবার বিদ্যালয় চত্বরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও অন্যান্য ছাত্রীরা।

অভিযোগ, স্কুলের মধ্যেই একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্রী ওই ছাত্রীকে চোখ বেঁধে মারধর করেছে। মারের চোটে হাসপাতালে ভর্তি ওই ছাত্রী। কিন্তু ছাত্রীকে বেধড়ক মারধরের পর স্কুল কর্তৃপক্ষের তরফে তার বাড়ির লোককে কিছু জানানো হয়নি। এরপরেই স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে অভিভাবকেরা। প্রশ্ন উঠেছে, দোষীদের বিরুদ্ধে কেন এখনও কোনো কঠোর ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ। এদিন অভিভাবকদের বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। তবে এই মারধরের বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি, ঘটনার দিনই তাঁরা পুলিশকে বিষয়টি জানিয়েছেন। সেইসঙ্গে স্কুলের তরফে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

   
Advertisements

জানা যাচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখে আহত ছাত্রীকে দেখা গেলেও দেখা যায়নি অভিযুক্তদের। এই ঘটনার তদন্ত চলছে এবং এর রিপোর্টের ভিত্তিতে পরিচালন সমিতি উপযুক্ত ব্যবস্থা নেবে স্কুল কর্তৃপক্ষ। যদিও কর্তৃপক্ষের এই ভূমিকায় সন্তুষ্ট হননি অভিভাবকরা। তাঁদের দাবি, অভিযুক্তদের দ্রুত ব্যবস্থা না নিলে তাঁরা আন্দোলনে নামবেন।