Paracetamol Factory: রাস্তা সম্প্রসারণের জাঁতাকলে পরে বন্ধ হতে চলেছে প্যারাসিটামল কারখানা

আবারও অনেক শ্রমিক কাজ হারাতে চলেছে এবার হাওড়ার সাঁতরাগাছিতে। সেখানে রাস্তা সম্প্রসারণের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এই কারখানা ভেঙে দেওয়ার। দীর্ঘদিন ধরে ওষুধ…

paracetamol-tablets-

আবারও অনেক শ্রমিক কাজ হারাতে চলেছে এবার হাওড়ার সাঁতরাগাছিতে। সেখানে রাস্তা সম্প্রসারণের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এই কারখানা ভেঙে দেওয়ার। দীর্ঘদিন ধরে ওষুধ তৈরি হয় ‘ডায়মন্ড ড্রাগ’ নামে ওই কারখানায়। ১৯৭২ সাল থেকে সাঁতরাগাছির ৯৪ নম্বর রোড আশুতোষ ঘোষ রোডে এই কারখানা তৈরি হয় এক বাঙালি ব্যাবসায়ির হাত ধরে।

শুধু প্যারাসিটামল (Paracetamol Factory) নয় এর পাশাপাশি এই কারখানায় তৈরি হয় আইবুপ্রুফেন, অ্যামোক্সিসিলিন, ক্লক্সাসিলিন ক্যাপসুলস, লিনেজোলিড (অ্যান্টিবায়োটিক), ওফ্লক্সাসিন (অ্যান্টিবায়োটিক)-এর মতো ওষুধ। যা পৌঁছে দেওয়া হয় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে।

   

শিয়ালদহ শাখায় ফের যাত্রী ভোগান্তি! ২০-২১ জুলাই বাতিল বহু লোকাল ট্রেন

তবে আইনিভাবে এই কারখানা ভাঙার কথা বলা হলেও প্রায় ১৫০ জন কর্মী কাজ হারাবে বলে জানান কারখানার মালিক। সাথে বিকল্প জায়গা দেওয়ার কথা জানান জাতীয় সড়ক কর্তৃপক্ষেকে। এছাড়া ওষুধ কোম্পানি জানায় আগামী ২৩ জুলাই মামলার শুনানি আছে, তবে তার আগে ১৯ জুলাই ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছে কেন? এই ঘটনার কারনে বিষয়টি খতিয়ে দেখতে চায় ওষুধ সংস্থা।