সবাই বারণ করেছিল, শোনেননি! রাতে বাড়ি ভেঙে মৃত্যু দেবকুমারের

পানিহাটি: উত্তর ২৪ পরগনার পানিহাটিতে জর্জরিত একটি বাড়ির অংশ ভেঙে পড়ে মৃত্যু হল এক বাসিন্দার। মৃতের নাম দেবকুমার শ্রিমানী (Panihati Building Collapse)। শুক্রবার গভীর রাতে…

পানিহাটি: উত্তর ২৪ পরগনার পানিহাটিতে জর্জরিত একটি বাড়ির অংশ ভেঙে পড়ে মৃত্যু হল এক বাসিন্দার। মৃতের নাম দেবকুমার শ্রিমানী (Panihati Building Collapse)। শুক্রবার গভীর রাতে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পানিহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এমএন চট্টোপাধ্যায় রোডে অবস্থিত পুরনো ও বিপজ্জনক ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই বসবাস করছিলেন দেবকুমার ও তাঁর পরিবার। বাড়িটির মালিকানা দেবকুমার ও তাঁর দুই ভাইয়ের নামে হলেও, বড় ভাই অন্যত্র থাকেন। এই বাড়িতে থাকতেন দেবকুমার ও তাঁর মেজদা। প্রতিবেশীরা বহুবার সতর্ক করলেও তাঁরা বাড়ি ছাড়েননি বলেই অভিযোগ।

   

স্থানীয় বাসিন্দা ও পুর প্রশাসনের তরফে বারবার সতর্ক করা হয়েছিল যে বাড়িটি বসবাসের অযোগ্য। স্থানীয় কাউন্সিলর ঝরনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “বাড়িটি বিপজ্জনক, এ কথা বহুবার বলা হয়েছিল। গতকালও তাঁকে ওই ঘরে না ঘুমোনোর অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি জোর করেই ঘুমিয়েছিলেন।”

রাত দু’টো নাগাদ আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ে। যেই ঘরে দেবকুমার ঘুমোচ্ছিলেন, সেটি সম্পূর্ণ ভেঙে পড়ে এবং তিনি ইট-পাথরের নিচে চাপা পড়ে যান। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় খড়দহ থানায়। পুলিশ ও স্থানীয়রা মিলে ধ্বংসস্তূপ থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

দেবকুমারের বৌদি ভারতী শ্রিমানী জানান, “ঘুমোচ্ছিলাম। হঠাৎ জোর আওয়াজে ঘুম ভেঙে দেখি, বাড়ির একদিক ভেঙে পড়েছে। তখনও বুঝিনি, আমার দেওর নিচে চাপা পড়েছে। পরে সবাই মিলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

Advertisements

স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যেই একাধিক প্রোমোটার বাড়িটি নিতে চাইলেও ভাইয়ে-ভাইয়ে মতানৈক্যের কারণে বাড়ি ছাড়েননি তাঁরা।

শুক্রবার সকালেও বাড়ির একাংশ ভেঙে পড়েছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা দেবাশিস মুখোপাধ্যায়। তাঁর কথায়, “সকাল থেকেই ভাঙার শব্দ হচ্ছিল। আমরা বলেছিলাম, বাড়ি ছেড়ে দিন। রাতেই বিপর্যয় ঘটে গেল।”

পুলিশ সূত্রে খবর, বাড়িটি বিপজ্জনক হওয়ায় পুরসভা ও পরিবারকে পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে সতর্ক করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়েছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News