পুলিশকে গুলি করে পলাতক জেলখাটা আসামী। শীতের সন্ধ্যায় হাড়হিম করা ঘটনায় তোলপাড় রাজ্য। উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার পাঞ্জিপাড়ায় এই হামলার পর উত্তরবঙ্গের সব জেলার পুলিশ বিভাগ সতর্ক। কারণ, পুলিশ ভ্যান থেকে পলাতক আসামী। পলাতক আসামীর নাম সাজ্জাক আলম। পুলিশ শ্যুটআউট কাণ্ডের আসামি সাজ্জাক উত্তর দিনাজপুর জেলার করণদিঘির বাসিন্দা। (Panic has spread in Uttar Dinajpur district after the accused escaped after shooting and injuring police personnel)
সাজ্জাক নিকটবর্তী বিহারের দিকে চলে যেতে পারে এমনই মনে করা হচ্ছে। ফলে আম্ত:রাজ্য চেকপোস্টে যেমন সতর্কতা। তেমনই পড়শি জেলা দক্ষিণ দিনাজপুরেও চলছে তল্লাশি।
গত কয়েকদিন ধরে বারবার উত্তরবঙ্গে দুষ্কৃতিদের গুলি চালানোর ঘটনা ঘটছে। মালদায় তৃণমূল কংগ্রেস নেতাা খুন, প্রকাশ্যে তৃণমূল নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। এবার মালদার পড়শি জেলা উত্তর দিনাজপুরে প্রকাশ্যে পুলিশকেই গুলি করল দুষ্কৃতিরা। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর চিকিৎসা চলছে ইসলামপুরে।
জানা গেছে, রায়গঞ্জ থেকে ইসলামপুর মহকুমা আদালতে আসামি নিয়ে আসা হয়েছিল। আদালতে শুনানি শেষে আবার সেই তাদের ফেরত নিয়ে যাওয়ার সময় পাঞ্জিপাড়ায় জাতীয় সড়কের উপর দুই আসামী শৌচাগারে যাওয়ার দাবি করে। তাদের গাড়ি থেকে নামানোর পরই গুলি চলতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে দুই পুলিশকর্মী রাস্তায় লুটিয়ে পড়েন।সেই সুযোগে সাজ্জাক পালায়। গুলিতে জখম দুই পুলিশ কর্মীর নাম,নীলকান্ত সরকার, দেবেন বৈশ্য।
পুলিশ লক্ষ্য করে গুলি কে চালাল? এই প্রশ্ন উঠছে। তেমনই প্রশ্ন, আসামীরা কি পুলিশের বন্দুক ছিনিয়েছে? এছাড়াও প্রশ্ন, বাইরে থেকে কি আসামীদের সাগরেদরা হামলা করেছিল?
পুলিশের কব্জা থেকে আসামী ছিনতাই করার ঘটনা নতুন নয়। তবে গত কিছুদিন ধরে উত্তরবঙ্গে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।