
পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি কোস্টাল থানার চাঁদপুর এলাকায় সমুদ্রের ধারে এক অজ্ঞাত পরিচয়ের যুবতীর অর্ধনগ্ন দেহ মিলেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন সকালে স্থানীয় কয়েকজন বোতল কুড়োতে আসেন সৈকতে। তারা দেখেন পাথরের উপরে অর্ধনগ্ন যুবতীর দেহ। স্থানীয়রা মন্দারমনি কোস্টাল থানার খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে। তদন্তে উঠে এসেছে মৃতদেহটি স্থানীয় কারও নয়। ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অনুমান। মন্দারমনি কোস্টাল থানার পুলিশ তদন্তে নেমেছে।
কে এই যুবতী? তিনি কি কোনও হোটেলে উঠেছিলেন? কেন তিনি একলা ছিলেন সৈকতে? তার অস্বাভাবিক মৃত্যুর পর উঠছে এমন প্রশ্ন। স্থানীয়দের দাবি অবিলম্বে মেরিন ড্রাইভ এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হোক।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










