Panchayat Election: মার খেয়ে পালিয়েছে বাম প্রার্থী, জখম বিজেপি নেতা

mumbai-police

বারুইপুরে মনোনয়ন প্রত্যাহারে বিজেপি প্রার্থীকে চাপ দেওয়া অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। রাজি না হওয়ায় ওই প্রার্থীর স্বামীকে বাইক থেকে নামিয়ে, মাঠে নিয়ে গিয়ে বাঁশ, রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

প্রসঙ্গত, বারুইপুরের বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের ৯৮ নম্বর বুথে বিজেপির প্রার্থী হয়েছেন কনকি হালদার। অভিযোগ, তৃণমূলের চাপের মুখেও মনোনয়ন প্রত্যাহারে রাজি হননি ওই মহিলা প্রার্থী। তাতেই গতকাল তাঁর স্বামী প্রশান্ত হালদারকে তৃণমূলের ৪ দুষ্কৃতি বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

   

অন্যদিকে, নদিয়ার চাপড়ায় সিপিআইএম প্রার্থীর বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাম প্রার্থীর পরিবারের ৫ জন হাসপাতালে ভর্তি। পরিবারের দাবি, ঘটনার পর থেকেই নিখোঁজ চাপড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী সাহাজুদ্দিন শেখ।

অভিযোগ, গতকাল এক সিপিআইএম কর্মীকে মারধরের প্রতিবাদ করায়, তৃণমূলের রোষের মুখে পড়ে বাম প্রার্থীর পরিবার। রাতে তৃণমূলের দুষকৃতীরা প্রার্থীর বাড়িতে চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জায়গায় শুরু হল পুলিশের রুট মার্চ। রাজারহাটের বিষ্ণুপুর ২ নম্বর ব্লকে সকাল সকাল রুট মার্চ। গ্রামে গ্রামে সকাল-বিকেল দু‌ দফায় রুট মার্চ চলবে বলে পুলিশ জানিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন