ভাঙড়ে যেন সীমান্ত যুদ্ধ! তৃণমূল-আইএসএফের মাঝে অসহায় পুলিশ

রাস্তার একমাথায় আরাবুল বাহিনী। তাদের হাতে বোমা, পিস্তল। অন্যদিকে নওশাদের সমর্থকরা বাঁশ, বোমা নিয়ে তৈরি।  পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা ঘিরে  দুপক্ষের বোমা ছোঁড়াছুড়ির মাঝে দক্ষিণ…

ভাঙড়ে যেন সীমান্ত যুদ্ধ! তৃণমূল-আইএসএফের মাঝে অসহায় পুলিশ

রাস্তার একমাথায় আরাবুল বাহিনী। তাদের হাতে বোমা, পিস্তল। অন্যদিকে নওশাদের সমর্থকরা বাঁশ, বোমা নিয়ে তৈরি।  পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা ঘিরে  দুপক্ষের বোমা ছোঁড়াছুড়ির মাঝে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ পড়ে গেল। আত্মরক্ষায় গুঁড়ি মেরে পুলিশ নিল পজিশন। ভাঙড় যেন সীমান্তের যুদ্ধক্ষেত্র। তৃণমূল ও আইএসএফের সংঘর্ষের মাঝে অসহায় পুলিশ!

গতকালের মতো আজও পরিস্থিতি ভয়াবহ। তীব্র সংঘর্ষ চলছে ভাঙড়ে। ভাঙড় ১ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনের ১ কিলোমিটারে ১৪৪ ধারা জারি থাকলেও জমায়েত রয়েছে। তৃণমূলের দাবি নেতাদের নিরাপত্তার জন্য জমায়েত করা হচ্ছে। বিডিও অফিসের ৫০ মিটারের মধ্যেই নিয়ম না মেনে‌ জমায়েত।

Advertisements

ভাঙড়ের মনোনয়ন ঘিরে আইএসফকে প্রকাশ্যে হুমকি দিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে আইএসএফের সমর্থকরাও পাল্টা হুমকি দেয়। জেলা বামফ্রন্ট শিবির বলছে, আইএসএফ ও সিপিআইএমের যৌথ মনোনয়ন চলছে॥