গুলি চলেনি দিনহাটায় বলছে পুলিশ, ডোমকলে গ্রেফতার চলছে

মনোনয়ন (panchayat election) জমা শুরু হতেই রাজ্যের নানা প্রান্ত থেকে  আসছে অশান্তির খবর। খড়গ্রামে মৃত্যু হয়েছে এক কংগ্রেস কর্মীর। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্যপালকে চিঠি দিয়েছেন…

মনোনয়ন (panchayat election) জমা শুরু হতেই রাজ্যের নানা প্রান্ত থেকে  আসছে অশান্তির খবর। খড়গ্রামে মৃত্যু হয়েছে এক কংগ্রেস কর্মীর। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্যপালকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

Advertisements

শনিবার কোচবিহারের দিনহাটাতেও চলেছে গুলি। গুলিবিদ্ধ হয়েছেন শাসকদলের এক কর্মী। অভিযোগের তীর তৃণমূলেরই কর্মীদের দিকে। উল্লেখ্য, দিনহাটায় গুলি চলার অভিযোগ উঠলেও পুলিশ গুলির চলার বিষয়টি অস্বীকার করেছে। আহত ব্যাক্তিকে শনিবার রাতেই দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অবশ্য এই বিষয়টিকে দুই ব্যক্তির নিজেদের ঝামেলা বলে জানিয়েছেন।

   

আগামী ৮ জুলাই রাজ্যে ১ দফায় হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। ১১ জুলাই ফলপ্রকাশ। এরইমধ্যে লাগাতার অশান্তির খবরে অস্বস্তিতে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের সব দিকে দৃষ্টি রয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসেরও।

মুর্শিদাবাদের ডোমকল বিডিও দফতরে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বাম-কংগ্রেস সমর্থকরা দেখে তৃণমূলের সসস্ত্র বাহিনী ঘিরে রেখেছে। এরপরই শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা। বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পরে কর্মী-সমর্থকরা। এরপর লাঠি নিয়ে ছুটে যায় একে ওপরের দিকে, ধন্ধুমার পরিস্থিতি হয় বলেই অভিযোগ।

উল্লেখ্য, ডোমকলে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গ্ৰেফতার ১৭। ধৃতদের বহরমপুরে মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হবে।