Panchayat Election: ভোটের আগে বিস্ফোরণ, হাড়োয়ায় রক্তাক্ত দেহ উদ্ধার

ফের বিস্ফোরণ। আবার মৃত্যু। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে রাজনৈতিক কারণে নিহতের সংখ্যা ১৪ জনে গিয়ে ঠেকল। এবার বিস্ফোরণ হয়েছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়। 

বিস্ফোরণে উড়ে যায় এক ব্যক্তির হাত। তার মৃত্যু হয়। হাড়োয়ায় বিস্ফোরণ রাজনৈতিক সন্ত্রাস বলে অভিযোগ। উত্তরবঙ্গের কোচবিহার ছেড়ে রাজ্যপাল যখন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে সংঘর্ষ কবলিত এলাকায় তখনই বিস্ফোরণ হলো পড়শি জেলা উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়।

   

জানা গিয়েছে বোমা বাঁধার কাজ চলছিল। তখনই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নিহতের সাথে রাজনৈতিক সংযোগ ছিল বলে জানা যাচ্ছে। হাড়োয়ায় বিস্ফোরণে মৃত্যুর জেরে ছড়়িয়েছে উত্তেজনা। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন