Coochbehar: সিপিআইএমের হয়ে জয়ী হলেও ফের তৃণমূলে যোগ

৮ই জুলাই ছিল গ্রাম বাংলার পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) । ভোট-সন্ত্রাসের মধ্যে দিয়েই সম্পূর্ণ হয় পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে ঘাসফুল শিবিরের (Trinamool Congress) হয়…

৮ই জুলাই ছিল গ্রাম বাংলার পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) । ভোট-সন্ত্রাসের মধ্যে দিয়েই সম্পূর্ণ হয় পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে ঘাসফুল শিবিরের (Trinamool Congress) হয় জয়জয়কার। চারিদিকে শুধু সবুজ ঝড়। এবার ভোট মেটার প্রায় এক মাসের মধ্যেই শুক্রবার তৃণমূলে ফিরলেন সিপিএম-এর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী।

Advertisements

পঞ্চায়েত ভোটে তৃণমূল টিকিট দেয়নি বলে দল ত্যাগ করেছিলেন আবুল কালাম আজাদ (Abul Kalam Azad)। এরপর সিপিএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। পঞ্চায়েতে জেতেনও আবুল কালাম আজাদ। তবে শুক্রবার ফের তৃণমূলে ফিরলেন এই প্রার্থী। আবুল কালাম আজাদ কোচবিহারের দিনহাটার (Dinhata) সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সিপিএমের (CPM) একমাত্র পঞ্চায়েত সদস্য।

   

শুক্রবার আবুল কালাম আজাদ তৃণমূলে যোগদান করেন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) তার হাতে দলীয় পতাকা তুলে দেন। তৃণমূলে যোগদানের পর আবুল কালাম আজাদ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতেই তৃণমূলে যোগ দেওয়া।“

আবুল কালাম আজাদের দলে ফিরে আসা প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানান যে সিপিএমে থেকে কাজ করতে পারবে না বলেই তৃণমূলে যোগ দিয়েছেন আবুল কালাম আজাদ।