Monday, December 8, 2025
HomeWest BengalTMC: পঞ্চায়েত ভোট আসছে ভাবমূর্তি উজ্জ্বলে 'প্রতারক' তৃণমূলী পঞ্চায়েত প্রধান ধৃত

TMC: পঞ্চায়েত ভোট আসছে ভাবমূর্তি উজ্জ্বলে ‘প্রতারক’ তৃণমূলী পঞ্চায়েত প্রধান ধৃত

- Advertisement -

কোনও দুর্নীতির ঘটনা ঘটে তাহলে তার ২৪ ঘন্টার মধ্যে পুলিশি ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল প্রধান মমতা ও অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশের পর গ্রেফতার দলেরই পঞ্চায়েতের প্রধান।

প্রতারণার অভিযোগে দক্ষিণ ২৪পরগনার ফলতার দেবীপুর । পঞ্চায়েত প্রধান সনাতন প্রামাণিককে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধান এক মাছ ব্যবসায়ীকে প্রতারণা ও মারধরে করেছেন।

   

এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এক ইঞ্জিনিয়ারকে মারধরের অভিযোগ রয়েছে। স্বামী বাঁচাতে গিয়ে ইঞ্জিনিয়ারের স্ত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার জন্য আদালত থেকে জামিন পেয়ে যান তৃণমূলের পঞ্চায়েত প্রধান সনাতন প্রামাণিক।

সেই মামলায় জামিনে ছাড়া পাওয়ার পর পুলিশ অন্য একটি মামলায় সনাতন প্রামাণিককে গ্রেফতার করে। তাকে ডায়মন্ডহারবার আদালতে তোলা হবে।

সম্প্রতি প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন দল কখনও কুকাজ করতে বলে না। সুতরাং যে কোনও দলের হোক না কেন যে দোষী তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে নিতে হবে অ্যাকশন। পঞ্চায়েত ভোট আসছে। টিএমসি ভাবমূর্তি পরিচ্ছন্ন করতে উদ্যোগী।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular