কলকাতা: পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার পর একদিকে যখন কড়া কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার, অন্যদিকে চাপ বাড়ছে রাজ্যের কারা দফতরের উপর। প্রশ্ন উঠেছে—পশ্চিমবঙ্গের জেলগুলিতে বন্দি থাকা পাকিস্তানি নাগরিকদের ভবিষ্যৎ কী?
ছ’ থেকে সাত জন পাকিস্তানি নাগরিক বন্দি
সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে বর্তমানে ছ’ থেকে সাত জন পাকিস্তানি নাগরিক বন্দি রয়েছে। এর মধ্যে তিন জন রয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে। তারা প্রত্যেকেই সাজাপ্রাপ্ত। সংশ্লিষ্ট তিন জন হল—দিলশাদ ওরফে মহম্মদ ইশাদ, নঈম ওরফে তারেক মেহমুদ এবং আরশাদ ওরফে আসলাম। অপহরণ সহ একাধিক গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে তারা। খাদিম কর্তা পার্থ রায়বর্মণ অপহরণ মামলায় এই তিন জনের নাম যুক্ত ছিল বলেই খবর।
পাক নাগরিকদের ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ Pakistani Prisoners in West Bengal
পহেলগাঁওয়ে ২২ এপ্রিল সংঘটিত ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন নিরীহ পর্যটক। এই ঘটনার নেপথ্যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের মদত থাকার প্রমাণ মেলার পরই কড় পদক্ষেপ নেয় নয়াদিল্লি৷ সিদ্ধান্ত নেয়—সিন্ধু জলচুক্তি স্থগিত করা হবে, পাকিস্তানের নাগরিকদের ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। কিন্তু, জেলের ভেতরে থাকা পাকিস্তানি নাগরিকদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও অধরা।
কারা দফতরের অভ্যন্তরে এই বিষয়ে বিভক্ত মত দেখা দিয়েছে। একাংশের যুক্তি, যেহেতু তারা সাজাপ্রাপ্ত বন্দি, তাই তাদের বিষয়টি সম্পূর্ণভাবে আদালতের আওতায় পড়ে। অন্য অংশের দাবি, সাজা ঘোষণার পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায় সরকারের উপরেই বর্তায়। আর সেই কারণেই সরকারের তরফ থেকে সুস্পষ্ট নির্দেশ না পাওয়া পর্যন্ত কিছুই করা সম্ভব নয়।
বন্দিদের নিয়ে সংশয়
বস্তুত, এই মুহূর্তে জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতি—দুয়ের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বন্দি পাকিস্তানি নাগরিকদের প্রশ্ন। নিরাপত্তার দিক থেকে কারা দফতর বাড়তি সতর্কতা নিয়েছে বলেই খবর। জেলগুলিতে তাদের উপর নজরদারি জোরদার করা হয়েছে।
তবে দিল্লির চূড়ান্ত নির্দেশ না এলে তাদের পাকিস্তানে ফেরত পাঠানো সম্ভব কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কূটনৈতিক মহলের ধারণা, যেহেতু এরা সাজাপ্রাপ্ত, তাই শাস্তি পূর্ণ না হওয়া পর্যন্ত প্রত্যর্পণ কার্যত অসম্ভব। তবে কেন্দ্র চাইলে মানবিক বা রাজনৈতিক কারণে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে পারে—যার নজির অতীতেও রয়েছে।
সব মিলিয়ে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েনে পশ্চিমবঙ্গের জেলে বন্দি পাকিস্তানি নাগরিকদের ভাগ্য এখন ঝুলে রয়েছে অনিশ্চয়তার দোলাচলে।
West Bengal: Following the Pahalgam terror attack on Hindu tourists, India‘s diplomatic pressure raises questions about Pakistani prisoners in West Bengal jails. 6-7 prisoners, including three in Presidency Jail (Dilshad, Naeem, Arshad), are convicted. Sindh Water Treaty suspension and deportation orders exclude jailed individuals, creating uncertainty.