Asansol: আসানসোলে রেলের তার ছিঁড়ে ট্রেন চলাচলে বিপত্তি

পশ্চিম বর্ধমানের আসানসোলে (Asansol)রেলের তার ছিঁড়ে ট্রেন চলাচলে বিপত্তি। হাওড়া-আসানসোল লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন।আসানসোলের ইস্ট কেবিনের সামনে ২১১ নম্বর পোলের কাছে ডাউন মেন লাইন বেঁকে গিয়েছিল বলে জানা যাচ্ছে।

Advertisements

আসানসোল রেলওয়ে স্টেশনে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছে। স্টেশন চত্বরে সাইডিং এলাকায় স্থাপিত ২১১ /২ নম্বর খুঁটিটি কোনও কারণে ভেঙে রেল ট্র্যাকের দিকে পড়েছিল। হাওড়া-দিল্লি রেল রুটে এই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি, তবে প্রায় তিন ঘণ্টা ধরে এই রুটে রেল চলাচল ব্যাহত।

   

আসানসোল স্টেশনে খুঁটি ভাঙার এই ঘটনার আগেও একই রেলপথ দিয়ে একটি পণ্যবাহী ট্রেন চলে গেছে। অনুমান করা হচ্ছে, ওই পণ্যবাহী ট্রেনের একটি দরজা খোলা থাকতে পারে, যা এই ওভারহেড খুঁটিতে ধাক্কা খেয়ে এই খুঁটিটি খারাপ হয়ে যেতে পারে।

Advertisements

আধিকারিকরা এটিকে একটি বড় ভুল বলে মনে করছেন।আসানসোল রেলস্টেশনে ট্র্যাকের খুঁটি ভেঙে যাওয়ার কারণে খুব বেশি ক্ষতি নাও হতে পারে, তবে রেল প্রশাসন এই দুর্ঘটনার বিষয়ে সংবেদনশীল। রেলের টহল দলের এই ব্যর্থতা স্বীকার করছেন ওই কর্মকর্তা। ভবিষ্যতে এমন ভুল হলে বড় ধরনের ঘটনা ঘটতে পারে।

তদন্তের নির্দেশ দিয়েছে রেল প্রশাসন। কেন কেউ মাল ট্রেনের দিকে নজর দিল না তা খতিয়ে দেখা হবে। মাল ট্রেনের দরজা খোলা যে কেউ দেখল না কেন? দোষী কর্মচারীদের দায় নির্ধারণ করে ব্যবস্থা নেওয়া হবে।