নৃত্যশিল্পীকে ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে ধৃত অর্কেস্ট্রা মালিক

মিলন পণ্ডা, নন্দকুমার: পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকায় ফের সামনে এল এক নারকীয় ঘটনা। অর্কেস্ট্রা দলে কাজ করতেন এক নৃত্যশিল্পী। সেই শিল্পীকে ধর্ষণ এবং প্রাণে…

নৃত্যশিল্পীকে ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে ধৃত অর্কেস্ট্রা মালিক

মিলন পণ্ডা, নন্দকুমার: পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকায় ফের সামনে এল এক নারকীয় ঘটনা। অর্কেস্ট্রা দলে কাজ করতেন এক নৃত্যশিল্পী। সেই শিল্পীকে ধর্ষণ এবং প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল অর্কেস্ট্রা দলের মালিকের (Orchestra Owner) বিরুদ্ধে। ইতিমধ্যেই নন্দকুমার থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নির্যাতিতা তরুণী অভিযোগে জানিয়েছেন, গত ১০ জুলাই অর্কেস্ট্রা মালিক রামিজ রাজা এবং তার সহযোগী সারিকা লস্কর ওরফে সোনা তাঁকে একটি অজানা ঠিকানার বাড়িতে ডেকে পাঠায়। সেখানে খাবারের সঙ্গে একটি পানীয়ও দেওয়া হয়। অভিযোগ, এরপর সারিকা ঘর থেকে বাইরে চলে যায় এবং রামিজ রাজা সেই সুযোগে ওই তরুণীকে ধর্ষণ করে। শুধু তাই নয়, ঘটনা চেপে যেতে হুমকি দেওয়া হয় তাকে—মুখ খুললে খুন করে ফেলা হবে বলেও শাসানো হয়।

   

পরে সারিকাও ফিরে এসে হুমকি দেয় বলেই অভিযোগ করেছেন নির্যাতিতা। এই ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত ওই তরুণী সেই অর্কেস্ট্রা দল ছেড়ে দেন।

নৃত্যশিল্পী ১ আগস্ট নন্দকুমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপরতা দেখিয়ে রামিজ রাজাকে গ্রেফতার করে। তবে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত সারিকা লস্কর এখনও পলাতক। পুলিশ জানিয়েছে, তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা তরুণীর ডাক্তারি পরীক্ষাও সরকারি হাসপাতালে করানো হয়েছে। তার রিপোর্ট পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Advertisements

নন্দকুমার থানার ওসি অমিত দেব বলেন, “নালিশের ভিত্তিতে তদন্ত শুরু করেছি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাবে না।” এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির নেতা সুদীপ দাস।

তিনি বলেন, “এই ঘটনা প্রমাণ করে, রাজ্যের শিল্পীরা কতটা নিরাপত্তাহীনতায় রয়েছেন। মুখ্যমন্ত্রী কলকাতায় শিল্পীদের পুরস্কার দিচ্ছেন, অথচ পূর্ব মেদিনীপুরের শিল্পীরা ধর্ষণের শিকার হচ্ছেন। ‘হ্যালো কলকাতা’ নামক অর্কেস্ট্রা টিমটি মেয়েদের সুযোগ দেওয়ার নামে এই জঘন্য কাজ করছে। প্রশাসন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক।”

যদিও বিজেপির এই অভিযোগ সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস নেতা পার্থসারথি দাস বলেন, “বিষয়টি গুরুতর। পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি পেতেই হবে। বিজেপি শুধু রাজনীতি করার চেষ্টা করছে।”

এই ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকা, শিল্পীদের নিরাপত্তা এবং অর্কেস্ট্রা দলে নারীশিল্পীদের প্রতি আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।