আসছে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কবার্তা, জারি অরেঞ্জ অ্যালার্ট

কলকাতা: বাংলার আকাশে ফের সক্রিয় দুর্যোগ। মে মাসের প্রথম দিনেই রাজ্যজুড়ে বৃষ্টি ও ঝড়ের দাপট শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে আগামী সাতদিন…

orange alert in south bengal

কলকাতা: বাংলার আকাশে ফের সক্রিয় দুর্যোগ। মে মাসের প্রথম দিনেই রাজ্যজুড়ে বৃষ্টি ও ঝড়ের দাপট শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে আগামী সাতদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে রাজ্যের বহু জেলায়। দক্ষিণবঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা।

এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও কোথাও শুরু হয়েছে হালকা বৃষ্টি। বিকেলের দিকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে নামতে পারে ভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত।

   

দক্ষিণবঙ্গে বাড়ছে ঝড়ের তীব্রতা

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়ের প্রকোপ আরও বাড়বে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গেও বৃষ্টি, দুর্যোগ বাড়বে সপ্তাহান্তে orange alert in south bengal

উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও আজ ঝড়বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার থেকে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। আগামী পাঁচদিন সেখানে আকাশ মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সমুদ্র উত্তাল, নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের জন্য

বাংলা ও ওড়িশা উপকূলে সমুদ্র থাকবে উত্তাল। উপকূলবর্তী জেলায় বাড়বে জলোচ্ছ্বাস। পরিস্থিতির জেরে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার উপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

তাপমাত্রা স্থিতিশীল, কিন্তু মন ভেজাবে বৃষ্টি

তীব্র গরম থেকে আপাতত কিছুটা স্বস্তি মিলবে বঙ্গবাসীর। তবে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। গরম কমলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকতে পারে।

৭ মে পর্যন্ত দুর্যোগের ইঙ্গিত

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিনদিন প্রবল ঝড়বৃষ্টি চলবে রাজ্যের বিভিন্ন অংশে। তার পরেও ৭ মে পর্যন্ত প্রতিদিন বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

West Bengal: Weather disruption hits Bengal! Orange alert issued across the state for rain and storms. Heavy rainfall and gusty winds expected in South Bengal for the next seven days. North Bengal also braces for increased weather activity. Get the details.