পঞ্চায়েত ভোটের নিরাপত্তা ইস্যুতে একসুর বিরোধীদের, জল মাপছে তৃ়ণমূল

Chief Minister Mamata Banerjee

পঞ্চায়েত ভোটের (panchayat election) দিনক্ষণ ঘোষণা হয়েছে । কিন্তু ভোট নিয়ে সরব বিরোধীরা‌। কলকাতা হাইকোর্টে কংগ্রেস নেতা অধীর চৌধুরী কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানান তিনি।আদালতের দরজায় বিজেপি ও সিপিআইএম।

Advertisements

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে শুক্রবার এই বিষয়টি উল্লেখ করবে কংগ্রেস। একই ইস্যুতে এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একটি মামলা করেছেন।

   

মনোনয়ন পেশে যাতে কোনও সমস্যা না হয়, সমস্যা হলে তা যেন রাজ্য নির্বাচন কমিশন বা জেলা বিচারকের কাছে পেশ করার সুযোগ মেলে সেই আর্জিও করা হবে মামলায়। অনলাইনে মনোনয়নপত্র পেশ করার বিষয় তুলে ধরে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চাইবেন কংগ্রেস নেতা এবং আইনজীবী কৌস্তভ বাগচী।

কৌস্তভ বাগচী বলেন, “গ্রাম বাংলায় শাসকদল অত্যাচার করে অনেক সময় মনোনয়নপত্র পেশ করতে দেয় না। তাই আমরা বলেছিলাম যাতে অনলাইনে মনোনয়ন পেশ করতে দেওয়া হয়। কিন্তু নির্বাচন কমিশন এই সম্পর্কিত কোনও সিদ্ধান্ত না নিয়েই তারিখ ঘোষণা করে দিল। সেই কারণে আদালতে যেতে চলেছি আমরা।”

বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, পুলিশের কাছে এতটা ক্ষমতাই নেই যে তারা প্রতিটা বুথকে সুরক্ষিত রাখতে পারবে। এই কারণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন।

উল্লেখ্য, আগামী ৮ জুলাই হবে পঞ্চায়েত ভোট। শুক্রবার থেকেই মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু।১১ জুলাই প্রকাশ হবে ভোটের ফল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements