তিন মাসের মধ্যে বিদায় মমতার সরকার: শুভেন্দু

পঞ্চায়েত ভোটের প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari) বললেন তিন মাসের মধ্যে বিদায় দেব এই চোরেদের সরকারকে। বিরোধী দলনেতা এদিন পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজেপির…

Subhendu Adhikari challenges Mamata Banerjee to file a case

পঞ্চায়েত ভোটের প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari) বললেন তিন মাসের মধ্যে বিদায় দেব এই চোরেদের সরকারকে। বিরোধী দলনেতা এদিন পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজেপির প্রচার সভা থেকে এমনই বলেছেন।

সরকার ফেলার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তিনি বলেন, আর ভাইপোরটা আমার উপর ছেড়ে দিন। নাম না করে ফের তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু।

Advertisements

এর আগে একাধিকবার শুভেন্দু বিভিন্ন ইঙ্গিতে সরকার ফেলার তারিখ দিয়েছেন। তাঁর সেই তারিখ রহস্য সমাধান হয়নি। সরকারও পড়েনি। এদিনও তিনি পটাশপুরের সভা থেকে তিন মাসের মধ্যে সরকার ফেলার হুঁশিয়ারি দেন। বিরোধী দলনেতার মন্তব্য ধর্তব্যের মধ্যে আনছেনা তৃণমূল কংগ্রেস।