শুভেন্দুর মিছিলে হামলায় সরগরম পরিস্থিতি

Suvendu Adhikari

ভোট পরবর্তী সন্ত্রাস এবং দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগে সোমবার পূর্ব মেদিনীপুরের ভুপতিনগরে থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির৷ মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেই মিছিলের আগে মুগবেড়িয়া বাজারের কাছে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

বিজেপির অভিযোগ, মিছিলে আসা কর্মীদের আটকানোর চেষ্টা করা হয়। পুলিশের সামনেই তৃণমূল হামলা চালায়। যদিও এই ঘটনার সময় উপস্থিত ছিলেন না শুভেন্দু৷ পরে তাঁর নেতৃত্বে শুরু হয় থানা ঘেরাও কর্মসূচি৷

   

শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে নেমেছে। যদি শাসক দল তা সুনিশ্চিত না করতে পারে, তাহলে শুধুমাত্র বিক্ষোভ নয় আইন অমান্য কর্মসূচিতে নামবে বিজেপি। শুভেন্দুর হুঁশিয়ারি, যে সমস্ত এলাকায় তৃণমূল সন্ত্রাস চালিয়েছে সেই সমস্ত এলাকায় কেন্দ্রিয় বাহিনী মোতায়েনের দাবীতে আদালতের দ্বারস্থ হবেন তাঁরা। তিনি স্পষ্ট করে দেন, মমতাকে হারানো শুভেন্দু অধিকারীর দায়িত্ব নন্দীগ্রামের মানুষের নিরাপত্তা দেওয়া।

যদিও এবিষয়ে মন্ত্রী অখিল গিরি বলেন, শুভেন্দু অধিকারীর মিছিল আটকানোর কোনও উদ্দেশ্য আমাদের নেই। মিছিলে যোগ দিতে আসা বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটূক্তি করছিলেন। সেই সময় স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন