দিঘা: দিঘা আজ অক্ষয় তৃতীয়া—সনাতন ধর্মে এক অতি পবিত্র দিন। এই শুভদিনেই দিঘায় নতুন সূচনা, জগন্নাথ ধামের প্রাণ প্রতিষ্ঠা। সকাল থেকেই বাতাসে যেন মিশে গিয়েছে ভক্তির গন্ধ, শঙ্খধ্বনি আর ফুলের সুবাসে৷ সৈকত শহর সেজে উঠেছে অপরূপ সাজে। যজ্ঞ শেষে আজ দুপুরেই দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধুমাত্র নিরামিষ খাবার
এই বিশেষ দিনে দিঘা হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক মানবিক আহ্বান—শহরের সব হোটেলকে অনুরোধ জানানো হয়েছে আজ যেন শুধুমাত্র নিরামিষ খাবারই পরিবেশন করা হয়। প্রায় ৬০০টিরও বেশি হোটেল আজ এই অনুরোধকে সম্মান জানিয়ে নিজেরাই সাজিয়ে তুলেছে শুদ্ধ খাবারের তালিকা।
হোটেল অ্যাসোসিয়েশনের সদস্য আশোক চন্দা জানিয়েছেন, “এই দিনটি শুধুই একটি অনুষ্ঠান নয়, আমাদের বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে। তাই এই অনুরোধ, কিন্তু তা বাধ্যতামূলক নয়। কেউ চাইলে পালন করবেন—এ এক ভক্তির প্রকাশ মাত্র।”
দুপুরেই দ্বারউৎঘাটন Only Vegetarian Food in Digha
দুপুরে হবে মূল আচার—‘দ্বারউৎঘাটন’। পুরী থেকে আসছেন দয়িতাপাঠিরা, ইসকনের সন্ন্যাসী, সনাতন ধর্মের প্রতিনিধি—যাঁদের সঙ্গে সঙ্গে হাজির থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শহরের অলিগলিতে এখন শুধুই একটাই কথা—‘আজ জগন্নাথ এলেন দিঘায়।’
তবে এই পূণ্য মুহূর্তের আবহে রাজনৈতিক ছায়াও পড়েছে। বামফ্রন্টের কটাক্ষ, “নিরামিষের নামে চাপানো হচ্ছে এক রাজনৈতিক মতাদর্শ।” সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্যের মতে, “এটা আরএসএস-এর পথে হাঁটা ছাড়া কিছুই নয়।” তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি লিখেছেন, “দিঘায় আমিষ নিষিদ্ধ, মমতা আরএসএস-এর ছায়াপথেই হাঁটছেন। বিজেপি রাম মন্দির করেছে, মমতা করছেন জগন্নাথ মন্দির—সবটাই জনগণের টাকায়।” অন্যদিকে, আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কাঁথিতে পালিত হচ্ছে ‘সনাতনী’ সমাবেশ।
জয় জগন্নাথ
তবুও, সমস্ত বিতর্কের ঊর্ধ্বে আজ দিঘার আকাশে ভেসে বেড়াচ্ছে একটাই সুর—”জয় জগন্নাথ”। ভক্তের চোখে জল, বুকের মধ্যে বিশ্বাস, আর প্রভুর আগমনে যেন সমুদ্র শহরের হৃদয়টা আজ আরও একটু পবিত্র হয়ে উঠেছে।
West Bengal: Digha celebrates Jagannath Temple opening on Akshaya Tritiya, with CM Mamata Banerjee inaugurating. Hotels serve vegetarian food. Political controversy arises over the event.