রামপুরহাটের বগটুই গ্রামে গণ হত্যার ঘটনায় তপ্ত রাজ্য রাজনীতি। হাইকোর্টের নির্দেশে চলছে সিবিআই তদন্ত। এরই মাঝে এই ঘটনায় বাড়ল মৃত্যু সংখ্যা। হাসপাতালে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম নাজমা বিবি। আর এই নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।
অগ্নিকাণ্ডে আহত তিন জন ভর্তি ছিলেন রামপুরহাট হাসপাতালে। তাঁদের মধ্যেই একজন ছিলেন এই নাজমা বিবি। অবশেষে সেই নাজমা বিবির মৃত্যু হল এদিন। জানা গিয়েছে, ইতিমধ্যেই সিবিআই আহতদের বয়ান রেকর্ড করতে করতে হাসপাতালে গিয়েছিল। অসুস্থ নাজমা বিবির শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক ছিলই। এরপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
এদিকে জোর কদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর আধিকারিকরা। জানা গিয়েছে, সোমবার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে পারে সিবিআই।