মদ খাওয়ার পর মাতালকে পয়সার চাওয়া হলে ব্যাগ থেকে বের করে বোমা বের করে মদ ব্যবসায়ীর উদ্দেশ্যে ছোড়া হলে সেই বোম নিজের পায়ের কাছে ফেটে বিপত্তি। কর্মের ফল ভোগ করতে হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি।
Advertisements
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানার ঘেলঘড়িয়া গ্রাম। এরপর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই আহত ব্যক্তির নাম কুনাল মহাপাত্র।
বিজ্ঞাপন
না বাজি তা খতিয়ে দেখছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘেলঘড়িয়া গ্রামে।