আগ্নেয়াস্ত্র সহ হাবড়ায় গ্রেফতার দুষ্কৃতী

ফের বড় সাফল্য পেল উত্তর ২৪ পরগণার হাবড়া থানার পুলিশ। আগ্নেয়য়াস্ত্র বিক্রির জন্য বাড়িতে মুজুত করে রেখেছিল এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে দুষ্কৃতীকে গ্রেফতার করল হাবরা থানার পুলিশ।

ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, সোমবার রাতে বানিপুর ইতনা নতুনহাট কলোনি এলাকায় সদানন্দ ওঝা সদাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ । পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এর আগেও একাধিক অপরাধমূলক কাজ কর্মের জন্য গ্রেফতার হয়েছিল অভিযুক্ত। মঙ্গলবার অভিযুক্তকে পাঠানো হয় বারাসত আদালতে ।

   

কাকতলীয়ভাবে সম্প্রতিই এই এলাকা থেকে একাধিক আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। হাবড়া থানার পুলিশ গ্রেফতার করে প্রশান্ত লোধ (৫৬) এবং কিরন বিশ্বাস (৩৬) দুজন ব্যক্তিকে। সেই সময়ে তাঁদের কাছ থেকে দুটি পাইপগান, চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন